করিম উল্লাহ মার্কেটে নির্বাচন আজ : অপেক্ষায় ভোটার এবং প্রার্থীরা

প্রকাশিত: ৩:৪১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৯, ২০১৭

স্টাফ রিপোর্টার :: সিলেট নগরীর ঐতিহ্যবাহী করিম উল্লাহ মার্কেটের ব্যবসায়ী কল্যাণ সমিতির ২০১৮-২০ সালের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আজ শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন ঘিরে মার্কেট ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। এখন শুধু মাত্র অপেক্ষার প্রহর গুনছেন ভোটার এবং প্রার্থীরা।
এই নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ ছাড়াও বিভিন্ন পদে নির্বাচন করবেন ব্যবসায়ী নেতারা। প্রার্থীরা ভোটারদের নজর কাড়তে মার্কেটের ভেতরে বাইরে নিজেদের ছবি ও প্রতীক সম্বলিত পোস্টার টনিয়েছেন দৃষ্টিনন্দন রূপে। সেই সাথে বিভিন্ন মাধ্যমে নিজেদের ব্যাপকভাবে তুলে ধরছেন প্রার্থীরা।
সরেজমিনে শুক্রবার রাতে দেখা যায় অন্যরূপে সেজেছে করিম উল্লাহ মার্কেট। বাইরে থেকে দেখে মনে হয় এ যেন কোনো এক নির্বাচনী এলাকা। তবে কোনো সংসদীয় বা স্থানীয় জনপ্রতিনিধি নির্বাচন না হলেও করিম উল্লাহ মার্কেটের ব্যবসায়ী কল্যাণ সমিতির এ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন ব্যবসায়ী নেতৃবৃন্দ। কেন না আজ শনিবারের এ নির্বাচনের মাধ্যমে তৈরি হতে যাচ্ছে সমিতি এবং ব্যবসায়ীদের জন্য নতুন নেতৃত্ব।
ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং ভোটাররা জানান, মার্কেটের ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন নিয়ে তাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা কাজ করছে। ভোটের মাধ্যমে যেন যোগ্য এবং দক্ষ প্রার্থীরা নেতৃত্বে আসতে পারেন সে আশা-প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

December 2017
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

সর্বশেষ খবর

………………………..