সিলেট ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:১৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০১৭
স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর ঘাসিটুলা থেকে ডিবি পরিচয়ে আসামি গ্রেপ্তারের বাণিজ্য করার সময় হাতেনাতে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুর আড়াইটায় ঘাসিটুলার মোল্লাপাড়া খেয়াঘাট থেকে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ। ধৃতের নাম বাবলু আহমদ (২৬)। সে ঘাসিটুলার মোল্লাপাড়ার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে বাবলু আহমদ ডিবি পুলিশ পরিচয়ে এলাকায় আসামি গ্রেপ্তারের ভয় দেখিয়ে চাঁদাবাজি করে আসছিল। তার কাছে রয়েছে ডিবি পুলিশের নকল পরিচয় পত্র ও নকল মামলা। জাল মামলায় বাদি করেছে সিলেট মহানগর সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ইফতে কামরুল হাসান তায়েফ। নকল আসামি এলাকার ১৭ জন। এদের কাছ থেকে সে চাঁদাবাজি করে আসছিল। বুধবার জহিরুল নামের একজনের কাছ থেকে ১ হাজার টাকা নিলে বিষয়টি জানাজানি হয়ে যায়। খবর পেয়ে কোতোয়ালি থানার এএসআই শরিফুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে বাবলুকে গ্রেপ্তার করেন।
সূত্র আরো জানায়, বাবলুর আরো দুই সহযোগীকে শেখঘাট ও তোপখানা থেকে আটক করেছে পুলিশ। তবে তাদের সন্দেহজনকভাবে আটক করা হয়েছে।
সিলেট মহানগর সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ইফতে কামরুল হাসান তায়েফ বলেন,‘ একটি জাল মামলার কাগজে আমার নাম বাদি হিসেবে ব্যবহার করে এলাকার মানুষকে হয়রানি করে আসছিল বাবলু। তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাবলুর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। আর এলাকার মানুষকে যাতে কেউ হয়রানি করতে না পারে সেজন্য পুলিশকে আরো তৎপর থাকতে অনুরোধ করছি।’
এ বিষয়ে জানতে চাইলে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন বলেন,‘ ভুয়া ডিবি পরিচয়ে প্রতারণার দায়ে বাবলু নামের একজনকে পুলিশ আটক করা হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd