সিলেট ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০১৭
ক্রাইম সিলেট ডেস্ক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি খামারে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দুই হাজার মুরগি পুড়ে ছাই হয়ে গেছে। গত বুধবার রাতে উপজেলার দিঘিচাঁনপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।
আগুনে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন খামার মালিক। বৃহসপতিবার সকালে খামার মালিকের বাবা নিজাম উদ্দিন বাদী হয়ে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জানা যায়, খামার মালিক আমিনুল ইসলাম গত বুধবার রাতে খামারে থাকা মুরগীকে খাবার খাইয়ে পার্শ্ববর্তী হামছাদী বাজারে চা খেতে যায়। এ সুযোগে দুর্বৃত্তরা খামারে আগুন দিয়ে পালিয়ে যায়।
খামার মালিক জানান, বেকারত্ব দূর করার জন্য যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে গত পাঁচ বছর থেকে মুরগি পালনের কাজ শুরু করি। দুর্বৃত্তের আগুনে সব মুরগি পুড়ে ছাই হয়ে যাওয়ায় প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। সোনারগাঁ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এরশাদ মিয়া জানান, ঘটনাস্থল পরিদর্শন করে কেরোসিন তেলের বোতল ও আগুন দেওয়ার বাঁশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd