বিশ্বনাথে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০১৭

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার বিকেলে বিআরডিবি মিলনায়তনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৭মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিষ্টার-এ অন্তর্ভূক্তির মাধ্যমে ‘বিশ্বপ্রামান্য ঐতিহ্যের’ স্বীকৃতি লাভের অসামান্য অর্জনকে পালনের লক্ষে প্রস্তুতি সভাটি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত গ্রহন করা হয় আগামী ২৫ নভেম্বর সকালে উপজেলার ৮ ইউনিয়ন পরিষদের উদ্যোগে নিজ নিজ এলাকায় প্রথমে আনন্দ শোভাযাত্রা করা হবে। এরপর সবাই উপজেলা পরিষদে এসে মিলিত হবেন। সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীর জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হবে। পুষ্পস্তবক অর্পন শেষে ‘আনন্দ শোভাযাত্রা’ বের হয়ে উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করবে। এরপর পর্যায়ক্রমে বঙ্গবন্ধুর ভাষণ প্রদর্শন, আলোচনা সভা, স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামসুদ্দোহা পিপিএম, বিশ্বনাথ সদর ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক, দৌলতপুর ইউপি চেয়ারম্যান আমির আলী, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মো. আসাদুজ্জামান, বন ও পরিবেশ সম্পাদক রুনু কান্ত দে, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, উপজেলা কৃষি কর্মকর্তা আলীনূর রহমান, প্রাণীসম্পদ কর্মকর্তা নুরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম সরকার, বিআরডিবি কর্মকর্তা শাহ আলম, বন সংরক্ষক কর্মকর্তা জয়নুল হোসেন, সহকারী প্রকৌশলী মোশাররফ হোসেন, বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদ প্রমুখ’সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

November 2017
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

সর্বশেষ খবর

………………………..