সিলেট ৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ৪:৫২ পূর্বাহ্ণ, নভেম্বর ১৯, ২০১৭
কুমিল্লায় পরকিয়া প্রেমিকের প্রতারণা থেকে নিজেকে রক্ষা করতে অবশেষে বিষ পান করে আতœহত্যা করেছে প্রবাসীর স্ত্রী ১ সন্তানের জননী। ঘটনাটি ঘটেছে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায়। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সরজমিনে ঘুরে এলাকাবাসী ও নিহতের স্বজদের তথ্যমতে জানাগেছে, উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের সাহেবাবাদ গ্রামের আটিপাড়া এলাকার মালদ্বীপ প্রবাসী রবিউল ইসলাম এর স্ত্রী ও প¦শবর্তী বুড়িচং উপজেলার বারেশ্বর গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে মোসাঃ রিমা আক্তার (২৪) গতকাল ১৮ নভেম্বর সকালে স্বামীর বাড়ীতে বিষ পান করে আতœহত্যা করে। নিহত রিমার ভাই মোঃ মনির হোসেন ও তার বোন রিনা আক্তার প্রতিনিধিকে জানান, গত ৬ বছর পূর্বে ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের সাহেবাবাদ গ্রামের আটিপাড়া এলাকার মৃত ফয়েজ আলীর ছেলে মালদ্বীপ প্রবাসী রবিউল ইমলাম এর সাথে শরীয়ত মোতাবেক বিবাহ হয়। বিয়ের পর তাদের দাম্পত্য জীবনে রায়হান (৪) নামের এক ছেলে সন্তানের জনক জননী হয়। বিয়ের কিছুদিন পর রিমার স্বামী রবিউল ইসলাম প্রবাসে চলে গেলে পাশের বাড়ীর টং দোকানদার আব্দুস সালামের ছেলে মোঃ সোহেল প্রায় সময় রিমা আক্তার কে মোবাইল ফোনে এবং প্রকাশ্যে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসতো। এনিয়ে পারিবারিক ও সামাজিক ভাবে একধিকবার তাদের নিয়ে সালিশ বৈঠক হয়। ঘটনার ২ দিন পূর্বে মোঃ সোহেল, রিমাকে দুচরিত্রা ও সামাজিক ভাবে দুষি সাব্যস্থ করা জন্য রাতের অন্ধকারে তার বসত ঢুকে বিভিন্ন মানুষকে মোবাইল ফোনে জনায় “আমি রিমার ঘরে আছি, আপনারা দেখে যান”। পরদিন এনিয়ে আবারো এলাকায় সালিশ বৈঠক হয়। ঘটনার দিন সকালে রিমা লজ্জায় রাগে, ক্ষোভে বিষ পান করে ছটফট করতে থাকে। বিষয়টি বাড়ীর লোকজন টের পেয়ে রিমাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার তার অবস্থা অবনতি দেখে রিমাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করার পর রিমা পথিমধ্যে মারা যায়। খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানার এস আই হুমায়ুন কবির, এস আই মনির হোসেন সঙ্গীয় ফোর্স সহ ঘটস্থলে গিয়ে রিমার লাশের শোরতহার রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। এই সংবাদ লিখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd