সিলেট ৭ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ২২শে রজব, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ১:৩৯ পূর্বাহ্ণ, নভেম্বর ১৫, ২০১৭
Sharing is caring!
নিজস্ব প্রতিনিধি : সামনেই এইচএসসি পরীক্ষা। সে পরীক্ষার প্রস্তুতি হিসেবে কলেজে চলছে টেস্ট পরীক্ষা। মঙ্গলবার (১৪ নভেম্বর) একটি পরীক্ষায় অংশগ্রহণ শেষে বাড়ি ফিরতে অন্যদের মতো বাসের অপেক্ষায় ছিলেন আরেফা আবেদিন খান ও নিলাই সরকার।
কিন্তু তাদের আর বাড়ি ফেরা হলো না। তার আগেই ঘাতক বাস কেড়ে নিয়েছে দুজনের প্রাণ। তারা দুজনেই কুয়াইশ বুরিশ্চর শেখ মোহাম্মদ সিটি করপোরেশন কলেজের শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় আহত আছেন আরও একজন। তার নাম হোসাইন।
হাটহাজারী থানার কুয়াইশ এলাকায় এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে মদুনাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আরিফ বলেন, পরীক্ষা শেষে গাড়িতে ওঠার জন্য অপেক্ষা করছিল শিক্ষার্থীরা। এসময় একটি বাস দ্রুতগতিতে এসে তাদের গায়ের ওপর তুলে দেয়। এতে এক ছাত্র ও ছাত্রী ঘটনাস্থলেই মারা যায়। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
তারা এখন কেবল স্মৃতি। ঘাতক বাস কেড়ে নিয়েছে দুজনের প্রাণ
এ ঘটনায় ঘাতক বাসটি ও তার চালককে আটক করা হয়েছে বলেও জানান মোহাম্মদ আরিফ।
তবে চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির উপ সহকারী পুলিশ পরিদর্শক আবদুল হামিদ বলেন, নিহত দুই ছাত্র-ছাত্রীর নাম আরেফা আবেদিন খান ও নিলাই সরকার। তাদের সাতটার দিকে মেডিকেল আনা হয়। তবে এর আগেই তাদের মৃত্যু হয়।
………………………..
Design and developed by best-bd