সিলেট ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৫ই শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:১৪ পূর্বাহ্ণ, নভেম্বর ১৫, ২০১৭
গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের জাফলংয়ে শম্পা দাস (১৮) নামের শ্রমিক নিহতের ঘটনায় নান্নু মিয়া নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। সোমবার বেলা দেড়টার দিকে তাকে আটক করা হয়। আটক নান্নু মিয়া সেই দুর্ঘটনা কবলিত গর্তের মালিক।
গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) হিল্লোল রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে মন্দিরের জুম এলাকায় অবৈধভাবে একটি গর্ত থেকে পাথর উত্তোলনের সময় ভূমিধসে শ্রমিকরা চাপা পড়ে। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার সময় একজনের মৃত্যু হয়।
তিনি আরো জানান, এ ঘটনায় পূর্ব জাফলং ইউনিয়ন যুবলীগের সভাপতি নান্নু মিয়াকে আটক করেছে পুলিশ।
মাটিধসের ঘটনায় আরো আহতরা হলেন নেত্রকোনার কালিয়াজুরি আরাকান্দি গ্রামের দিনাবন্ধু তালুকদারের ছেলে জ্যোতি বিকাশ (৪৫), জ্যোতি বিকাশের ছেলে দীপ্ত সরকার (১৪) ও সুনামগঞ্জের শাল্লার সুনিল সরকারের ছেলে অজিত সরকার (২৩)।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd