সিলেট ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৯শে শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:৫৭ পূর্বাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৭
নিজস্ব প্রতিবেদক : রাগীব রাবেয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান, অসংখ্য সমাজসেবামূলক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিক্ষানুরাগী, শিল্পপতি, বরেণ্য চা শিল্প উদ্যোক্তা, শিল্প সাহিত্যের অন্যতম পৃষ্ঠপোষক, লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান উপমহাদেশের প্রখ্যাত দানরীব ড. সৈয়দ রাগীব আলী বলেছেন, ভালো কাজ করলে বাধাঁ আসবেই। শত বাঁধা অতিক্রম করে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছব ইনশাআল্লাহ। লিডিং ইউনিভার্সিটি এই অঞ্চলের শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
শনিবার দুপুরে বিশ্বনাথের রাগীবনগরস্থ লিডিং ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে রিজিওনাল কুইজ কম্পিটিশনের গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লিডিং ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. মোঃ কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন-লিডিং ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ-এর সদস্য সৈয়দ আব্দুল হাই, মিসেস সাদিকা জান্নাত চৌধুরী, সৈয়দ আব্দুল হান্নান, সচিব ইণ্জিনিয়ার মো. লূৎফুর রহমান, ব্যবসা প্রশাসন অনুষদের ডীন প্রফেসর মো. নজরুল ইসলাম, সমাজ বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. এসএম আলী আক্কাস, ব্যবসা প্রশাসন বিভাগের উপদেষ্ঠা প্রফেসর ড. জহরুল আলম, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজম্যান্ট বিভাগের বিভাগীয় প্রধান ড. ওয়াহিদুজ্জামান খান, লিডিং ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসাইন প্রমূখ।
অনুষ্ঠান শেষে প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd