সিলেট ১৭ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ | ৪ঠা রমজান, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০১৭
Sharing is caring!
সিলেট : মোগলাবাজার থানা এসএমপি সিলেট এর সিলং তীর জুয়া বিরোধী অভিযানে গত ৪ নভেম্বর বিকাল ১৫.৩০ ঘটিকার সময় মোগলাবাজার থানাধীন মোগলাবাজার ব্রীজ হইতে এসআই পলাশ কানু এর নের্তৃত্বে সঙ্গীয় ফোর্সদের সহায়তায় সিলং তীর জুয়ারু এজেন্ট ১। মোঃ আমিনুল হক(২৩), পিতাঃ-মৃত মনহর আলী, সাং তিরাশী গ্রাম কোনাবাড়ী, ২। মোঃ জামাল আহম্মেদ(২২), পিতা-মহরম আলী, সাং-মাহমুদা বাদ, উভয় থানা-মোগলাবাজার, জেলা-সিলেটদ্বয়কে সিলং তীর খেলার সামগ্রী ও নগদ টাকাসহ গ্রেফতার করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহেদ মোস্তফা ভ্রাম্যমান আদালতের সংক্ষিপ্ত বিচারে তাহাদের প্রত্যেককে ০১মাস করে বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন। আসামীদেরকে সাজা পরোয়ানা মূলে জেল হাজতে প্রেরন করা হইয়াছে।
………………………..
Design and developed by best-bd