সিলেট ১লা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, মে ১০, ২০২৪
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের শাহপরাণ থানাধীন সুরমা গেইট এলাকা থেকে থানা পুলিশের অভিযানে প্রায় ৫২ লাখ টাকার ভারতীয় চিনিসহ ৪ চোরাকারবারী আটক করা হয়েছে।
শুক্রবার (১০ মে) সকালে গোপন সংবাদের ভিত্তিতে শাহপরাণ (রহঃ) থানার এসআই মোঃ আব্দুল আজিজ ও এসআই মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে এএসআই মজমুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সুরমা গেইট রোড থেকে ৫১ লাখ ৬৬ হাজার টাকা মূল্যের ২ টি ট্রাক ভর্তি ৮৯৭ বস্তা চিনি উদ্ধার করেন এবং ৪ চোরাকারবারীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন ঝিনাইদহ জেলার মহেশপুর থানার বজ্রাপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে ড্রাইভার মো: সাজ্জাদ হোসেন (৪৩), হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার শাহ মিছকিনপুর গ্রামের তোরাফ উল্লার ছেলে হেলপার মো: রাজন মিয়া (২১), ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত আব্দুল আলিমের ছেলে ড্রাইভার রাসেল আহমদ (৩০), গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মৃত ইন্তাজ আলীর ছেলে হেলপার নূর মোহাম্মদ (৩০)।
আটককৃতদের বিরুদ্ধে শাহপরাণ (রহঃ) থানায় নিয়মিত মামলা রুজু করে বিধি মোতাবেক আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বিষয়টি এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd