লালদিঘীরপাড়ে অসামাজিকতার অভিযোগে আটক ১০

প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ, জুন ১৩, ২০১৯

লালদিঘীরপাড়ে অসামাজিকতার অভিযোগে আটক ১০

Manual2 Ad Code

সিলেট নগরীর বন্দরবাজার লালদিঘীরপাড়স্থ হোটেল সুপার (আবাসিক)-এ আকস্মিক অভিযান চালিয়েছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। বুধবার (১২ জুন) রাত সাড়ে ৮টার দিকে এ অভিযান চালানো হয়।

Manual7 Ad Code

এসময় অসামাজিক কার্যকলাপে জড়িত অবস্থায় ৭ নারীসহ মোট ১০জনকে আটক করা হয়।

Manual1 Ad Code

আটককৃতরা হলো- কুড়িগ্রাম জেলার বাজার হাট থানার মৃত করি মিয়ার মেয়ে পিংকি (২৫), গাজীপুর জেলার শ্রীপুর থানার কাননবাজারের মান্নান মিয়ার মেয়ে পান্না (২৬), ময়মনসিহং জেলার মুক্তগাছা থানার মধ্যপাড়ার ইব্রাহিম মিয়ার মেয়ে কবিতা (২৮), চট্টগ্রাম জেলার পাচলাইশ থানার বরদারহাট গ্রামের বৃষ্টি (২৫), গাজীপুর জেলার সদর থানার চান্দুরা গ্রামের মো. মোতালেব মিয়ার মেয়ে রিমি আক্তার (২২), যশোর জেলার শার্শা থানার কালিয়ানি গ্রামের মুজিবুর রহমানের রাবেয়া (২৫), নারায়নগঞ্জ জেলার সিদ্দিরগঞ্জ থানার ওয়াবদা কলোনীর সিরাজ মিয়ার মেয়ে খাদিজা (২০), সিলেটের বিয়ানীবাজার থানার বোনা শালেশ্বর গ্রামের সাতর আলীর আব্দুল কুদ্দুস (৪২), সিলেটের গোলাপগঞ্জ থানার সালপাড় গ্রামের আব্দুল বাছিত (৩৫) ও সিলেট নগরীর সোবহানীঘাট এলাকার রুপচানের ছেলে মো. সুলতান আহমদ (৪০)।

Manual6 Ad Code

আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..