সিলেট ১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০১৯
গোয়াইনঘাট প্রতিনিধি :: শেখ হাসিনাই রুপকার,পল্লি সঞ্চয় ব্যাংক উপহার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে। সিলেটের গোয়াইনঘাটে পল্লি সঞ্চয় ব্যাংকের ৮১টি সমিতির মধ্যে থেকে। ৫৪টি সমিতির সদস্যদের মধ্যে প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা করে মোট ২৭লক্ষ্য টাকা ক্ষুদ্র উদ্যেক্তা হিসেবে ঋন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় গোয়াইনঘাট উপজেলা মিলনায়তনে একটি বাড়ী একটি খামার ও পল্লি সঞ্চয় ব্যাংক’র আয়োজনে অনুষ্টিত ঋন বিতরণ ও মতবিনিময় সভায় পল্লি সঞ্চয় ব্যংকের ব্যবস্থাপক মোঃ আব্দুল হাকিমের পরিচালনায সভাপতির বক্তব্যে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল বলেছেন, সরকার অসহায় গরীব ও মেহনতী মানুষের ভাগ্য উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্থায়ন করছে। নতুন নতুন প্রযুক্তির মাধ্যমে সরকার দেশের সামগ্রিক সমস্যাবলী চিহ্নিত করে তার সমাধানকল্পে নিররসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়াও তৃণমুল পর্যায়ে প্রন্তিক জনগোষ্টির ভাগ্যউন্নয়নে কাজ করতে বর্তমান সরকার প্রতিশ্রæতিবদ্ধ। তিনি গতকাল মঙ্গলবার গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে পল্লি সঞ্চয় ব্যাংক’র ঋন বিতরণকালে এসব কথা বলেন। এছাড়া একই মঞ্চে তিনি ভিজিডি ( ভার্নালেবল গ্রæপ ডেভলাপমেন্ট)’র উপকার ভোগী মহিলাদের মধ্যে ২০১৭/১৮ চক্রের ৪নং লেঙ্গুড়া ইউনিয়নের ১৪০জন হতদরিদ্র সদসদের মাঝে মুনাফাসহ সঞ্চয় ফেরৎ প্রদান কালে উপরোক্ত কথাগুলি বলেন।
সভায় অন্যান্যের মাধ্যে উপস্থিত ছিলেন ৪নং লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব আহমদ, পল্লি সঞ্চয় ব্যাংকের জুনিয়র অফিসার (মাঠ) কর্মকর্তা বদরুল ইসলাম,জাকারিয়া, জিল্লুর রহমান,কয়েছ উদ্দিন,মতিলাল দাস,মোঃ করিম উদ্দিন,আব্দুল খালিক,রোকসানা বেগম,হিল্লোল দাস( মাঠ সহকারী),মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা,সংশ্লিষ্ট এনজিও ¯্র্যাক এর প্রোগাম অফিসার সেলিনা পারভীন,ইউপি সদস্য এবং সদস্যা বৃন্দ প্রমূখ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd