নগরীর সুরমা মার্কেটে বদর উদ্দিন আহমদ কামরানের গণসংযোগ

প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০১৮

নগরীর সুরমা মার্কেটে বদর উদ্দিন আহমদ কামরানের গণসংযোগ

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার :: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, নগরবাসী ৩০ তারিখ প্রমাণ করবে দিবে কে বিএনপি ও তাদের জোটের মধ্যে অন্তর্দ্বন্দ্ব চলছে। এটাকে তারা সামাল দিতে না পেরে সরকারের বিরুদ্ধে নানা অবান্তর কথা বলছেন। সিটি করপোরেশন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা ষড়যন্ত্রে মেতে উঠেছেন। আমার বিশ্বাস এসব করে কেউ নৌকার বিজয় ঠেকাতে পারবে না। দেশের চলমান শান্তি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সিলেট সিটি নির্বাচনে নগরবাসী নৌকার পক্ষে তাদের মূল্যবান রায় দেবেন।

Manual8 Ad Code

বৃহস্পতিবার (১৯ জুলাই) বিকালে সিলেট নগরীর সুরমা মার্কেটে গণসংযোগকালে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।

সুরমার্কেট এলাকায় গণসংযোগ করেন মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান। সেখানে পৌঁছলে স্থানীয় লোকজন কামরানকে স্বাগত জানান। কামরান এসময় বিভিন্ন বাসা-বাড়িতে গিয়ে এলাকাবাসীর দোয়া ও নৌকার পক্ষে সমর্থন চান।

উপস্থিত মার্কেটের ব্যবসায়ীরা নৌকা প্রতীককে সমর্থন জানিয়ে নির্বাচনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। গণসংযোগে দলীয় নেতাকর্মীসহ এলাকার বিপুলসংখ্যক লোক সঙ্গে থেকে নৌকার শ্লোগানে মুখরিত করে তুলেন পুরো মার্কেট।

Manual5 Ad Code

গণসংযোগ ও মত বিনিময় কালে উপস্থিত ছিলেন সিলেট জেলা শ্রমিকলীগের সভাপতি এজাজুল হক এজাজ, সুরমা মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি সাব্বির আহমদ, সাধারণ সম্পাদক কামরুজ্জামান কমরু, মোঃ সাহাব উদ্দিন, দেওয়ান আল মামুন খসরু, মামুন মজুমদার,সিরাজ উদ্দিন প্রমূখ।

Manual8 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..