সিলেট ২রা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:২৯ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০১৮
গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৩নং পূর্ব জাফলং ইউনিয়নের নকশিয়াপুঞ্জি স্কুল মাঠে ফুটবল টুর্নামেন্ট খেলার উদ্বোধন আজ (১৮ এপ্রিল) বুধার বিকাল ৩টায় ,নকশিয়া পুঞ্জি যুবসংঘের উদ্যোগে আয়োজিত বৈশাখী ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে।
ওয়েকাম লম্বা হেড ম্যান য়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সামসুল আলম সিনিয়র সহ সভাপতি বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলা , প্রধান অতিথি বলেন খেলাধুলা যুব সমাজকে অন্যায় কাজ থেকে বিরত রাখে। তিনি আয়োজক কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করে ভবিষ্যতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
বৈশাখী ফুটবল টুর্নামেন্ট খেলায় দু’টি শক্তিশালী দল অংশ করে জফলং মিতালী যুব সংর্ঘ ফুটবল একদাশ বনাম লামাপুঞ্জি ফুটবল একাদশ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিহাজুর রহমান আহবায়ক, পূর্ব আওয়ামীলীগ , মোজাম্মেল হোসেন মেনন, অধ্যক্ষ(ভারপ্রাপ্ত)তৈয়ব আলী কৃষি প্রযুক্তি ইনস্টিটিউট যুগ্ম আহবায়ক, পুর্ব জাফলং আওয়ামীলীগ
মোঃশাহ জাহান সিরাজ সাবেক সভাপতি আওয়ামীলীগ পূর্ব জাফলং ইউ পি ,এম, নিজাম সাবেক ছাত্রলীগ সহ সভাপতি সিলেট জেলা মোঃ ইব্রাহীম খান আওয়ামীলীগ নেতা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , বানিওল লামিন বিশিষ্ট ব্যবসায়ী ও উপদেষ্টা নকশিয়া পুঞ্জি ,জাফলং পিয়াইন বার্তা-র নির্বাহী সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, বার্তা সম্পাদক আই .এ . জীবন, যুবলীগের আহবায়ক কমিটির সিনিয়র সদস্য , সেরগুল গোসাই ,রিজেন কংওয়াং, হেড ম্যান লামা পুঞ্জি, এলবিছ লামিন সহকারী হেড ম্যান নকশিয়া পুঞ্জি , মোঃ হালিম আল মামুন জাফলং টুরিষ্ট গাইড এন্ড হেড বোট যুব সংঘ ।আবুল কালাম । মোঃ রিয়াজুল ইসলাম খোকন, পুর্ব জাফলং যুবলীগের আহবায়ক কমিটির সিনিয়র সদস্য , মোঃ শেখ ফরিদ মোঃ জিয়াউর রহমান, মোঃ হাবিল আহমেদ , মোঃ মজনু মিয়া জাফলং ছাত্রলীগ নেতা।রাসেদুল আলম রাজ্জাক, প্রমুখ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd