গোয়াইনঘাটে তথ্য সন্ত্রাসীদের ষড়যন্ত্রের শিকার সাংবাদিক মনজুর আহমদ

প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, জুন ১৩, ২০২৫

গোয়াইনঘাটে তথ্য সন্ত্রাসীদের ষড়যন্ত্রের শিকার সাংবাদিক মনজুর আহমদ

গোয়াইনঘাট সংবাদদাতা : গোয়াইনঘাটের সাংবাদিকতার অন্যতম সম্মানিত নাম, গোয়াইনঘাট প্রেসক্লাবের বারবার নির্বাচিত সভাপতি এবং জ্যেষ্ঠ সাংবাদিক মনজুর আহমদ সাম্প্রতিক সময়ে একটি কুচক্রী মহলের অপপ্রচারের শিকার হয়েছেন। তথ্য সন্ত্রাসীরা ভুয়া ফেসবুক আইডির মাধ্যমে একের পর এক মিথ্যা ও ভিত্তিহীন গুজব রটিয়ে তাঁর সামাজিক ও পেশাগত সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালাচ্ছে।
জানা গেছে, মনজুর আহমদ দৈনিক আমার দেশ ও দৈনিক সিলেটের ডাক পত্রিকার গোয়াইনঘাট প্রতিনিধি হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি তিনি প্রদর্শক হিসেবে জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজে কর্মরত এবং বাংলাদেশ কম্পিউটার শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি ৫নং পূর্ব আলীরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী এবং ‘স্কর্লাস একাডেমি’র পরিচালক হিসেবে শিক্ষাক্ষেত্রেও সক্রিয় ভূমিকা পালন করে চলেছেন।
এ ব্যাপারে গোয়াইনঘাট প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাব নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, এ ধরনের অপপ্রচার শুধুমাত্র একজন ব্যক্তির মানহানি নয়, এটি গোয়াইনঘাটের সাংবাদিকতা, শিক্ষা ও সামাজিক অগ্রগতির বিরুদ্ধেও একটি ষড়যন্ত্র। এ ঘটনায় সচেতন নাগরিক সমাজ উদ্বেগ প্রকাশ করেছে এবং সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।
নেতৃবৃন্দ আরো বলেন, এসব ভিত্তিহীন মিথ্যা বানোয়াট অপপ্রচারকরী তথ্য সন্ত্রাসীদের বিরুদ্ধে গোয়াইনঘাটের সকল সাংবাদিক ঐক্যবদ্ধ হয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পরবর্তীতে কর্মসূচি দিবেন এবং সেইসাথে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

June 2025
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

………………………..