সিলেট ১লা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ণ, মে ২৭, ২০২৪
ক্রাইম সিলেট ডেস্ক :: সিলেটে টানা কয়েকদিনের মতো তাপপ্রবাহ অব্যাহত ছিল গতকাল রোববারও। কড়া রোদ আর গরমে হপিত্যেশ দেখা গেছে মানুষের মধ্যে। সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সারাদিন ছিল না কোনো বৃষ্টি। তবে রাত ৮টার দিকে দেখা মিলে বৃষ্টির।
এদিকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে। সন্ধ্যায় আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, প্রবল ঘূর্ণিঝড়টির প্রভাবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে দমকা বা ঝড়ো হাওয়াসহ ভারী (৪৪-৮৮ মিলিমিটার/ ২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (৮৯ মিলিমিটার/ ২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে। অতি ভারী বর্ষণের প্রভাবে কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিধস হতে পারে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd