সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 5:48 PM, September 22, 2021
Sharing is caring!
ক্রাইম সিলেট ডেস্ক : ১ম বাছিত হোসেন ইনডোর ফুটবল টুর্নামেন্টে গ্রীণ ফেয়ার স্পোর্টিং ক্লাব পনাউল্লাহ বাজারকে ৩-১ গোলে পরাজিত করে সানমুন স্পোর্টিং ক্লাব, বেতসান্দি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
মঙ্গলবার বিকেলে স্বদেশ স্পোর্টিং ক্লাব বড় খুরমার আয়োজনে একটি ইনডোর ফুটবল গ্রাউন্ডে অনুষ্ঠিত খেলার পুরস্কার বিতরণে প্রধান অতিথি ছিলেন ফেয়ার স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশ্বনাথ সমাজকল্যাণ সংস্থা ফ্রান্সের সভাপতি বাছিত হোসেন।
তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে মেধার বিকাশ ঘটানোর পাশাপাশি পারস্পরিক ভাতৃত্বের বন্ধনও সুদৃঢ় হয়। তবে শুধু খেলাধুলায় মনোযোগি হলে হবে না, পাশাপাশি পড়ালেখাও চালিয়ে যেতে হবে।
এসময় তিনি ইউনিয়নের মধ্যে কোন ক্লাবের সদস্য যারা জিপিএ ৫ পাবেন তাদেরকে ব্যাক্তিগত পক্ষ থেকে পুরস্কৃত করার ঘোষণা দেন।
স্বদেশ স্পোর্টিং ক্লাব বড় খুরমার সভাপতি আব্দুল আজিজ আমিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এডভোকেট সোলেমান আহমদ চৌধুরী, সিলেট চেম্বার অব কমার্সের সদস্য আব্দুল ওয়াদুদ, এডভোকেট সোলেমান হোসেন চৌধুরী, জিন্দাবাজার মুক্তিযোদ্ধা গলি সংসদ সমিতির সহ সভাপতি মুকিত মিয়া, সানমুন স্পোর্টিং ক্লাব বেতসান্দির উপদেষ্টা রুহেল মিয়া, গ্রীণ ফেয়ার স্পোর্টিং ক্লাব পনাউল্লাহ বাজারের সভাপতি শুকরান আহমেদ রানা, অনির্বান যুব সংঘ পনাউল্লাহ বাজারের আহ্বায়ক সুজন মিয়া, ক্রীড়া সংগঠক সৈয়দ জাকারিয়া হোসেন ও মাজেদ মিয়া।
মাহফুজ আহমদের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন- গ্রীন ফেয়ার স্পোর্টিং ক্লাবের সদস্য আব্দুল মছব্বির, এমরান আহমদ, অনির্বান যুব সংঘ পনাউল্লাহ বাজারের সদস্য সচিব আল আমিন প্রমুখ।
এর আগে দুপুর ২টায় উদ্বোধনী খেলার মাধ্যমে টুর্নামেন্ট শুরু হয়। খেলায় প্রথম পুরস্কার হিসেবে ৫ হাজার টাকার প্রাইজ মানি ও রানার্সআপ হিসেবে ৩ হাজার টাকার প্রাইজমানি ছিলো।
………………………..
Design and developed by best-bd