`বন্ধু তুমি কই’

প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২১

`বন্ধু তুমি কই’

Manual3 Ad Code

বন্ধু তুমি কই 

————সাজেদা আক্তার রানী

আশায় বাসা বেঁধে আছি
কতো কথা বুকে,
বলবো আমি নিঝুম রাতে
দুটি মনের সুখে।

Manual7 Ad Code

আপন করে দেখতে তোমায়
নিত্য প্রহর গুনি,
তোমার দেওয়া স্বপ্ন গুলো
আমার হৃদয়ে বুনি।

Manual8 Ad Code

আমার তোমার চাওয়া পাওয়া
হয় না যেন ভিন্ন,
তোমার জন্য অনেক কিছু
করতে পারি ছিন্ন।

হৃদয় মাঝে তোমার ছবি
নিত্য নাড়ে মোরে,
কথা দাও প্রাণ বন্ধু
যাবে না তো দূরে।

Manual3 Ad Code

তোমার দেয়া কথার মালায়
আমি বেঁচে রই,
কল্পনাতে মন যে হারাই
বন্ধু তুমি কই।

Manual4 Ad Code

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..