সিলেট ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২১
ক্রাইম সিলেট ডেস্ক : তিনদিনের টানা বৃষ্টিতে সৃষ্ট পাহাড়ি ঢলের পানিতে শুক্রবার সকাল থেকে জেলা শহরের সাথে তাহিরপুরের সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের উপজেলার আনোয়ারপুর সেতুর পূর্বপাশে দেড় শ ফুট
এবং বিশম্ভরপুর উপজেলার শক্তিয়ারখলায় তিনশত ফুট স্থানের ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এ কারণে সরাসরি যান চলাচল বন্ধ হয়ে পড়ে। সড়কের এই স্থান দুইটি সাবমার্জিবলভাবে তৈরি করা হয়েছে।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের সমান্তরালভাবে আছে ভারতের মেঘালয় পাহাড়। সড়কথেকে মেঘালয়ে পাহাড়ের দূরত্ব হবে ৭ কিলোমিটার কোথায়ও আরো কম। টানা কয়েকদিন বৃষ্টি হলেই ব্যাপকভাবে পাহাড়ি ঢল নামে। আর এ কারণে সড়কটির বিভিন্ন স্থান ভেঙে পড়ে। বিশেষ করে আনোয়ারপুর সেতুর পূর্বপাশের কিছু অংশ এবং শক্তিয়ারখলার কিছু অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতো প্রতি বছর। এ কারণে সড়কের এই দুটি স্থান এমনভাবে নির্মাণ করা হয়েছে যাতে বৃষ্টিতে অতিরিক্ত পাহাড়ি ঢল হলে পানি সড়কের এই দুটি অংশের ওপর দিয়ে প্রবাহিত হতে পারে।
স্থানীয় মধুপুর গ্রামের বাসিন্দা বাসিন্দা সিলেট দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর জাহাঙ্গীর আলম বলেন, অতিরিক্ত পাহাড়ি ঢল হলে সড়কের এই দুটি স্থান ডুবে যায়। তবে বৃষ্টি না হলে দ্রুতই পানি সরে যায়। এ ব্যবস্থাটি আমাদের পরিবেশের জন্য খুবই উপযোগী।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির বলেন, টানা বৃষ্টিতে সৃষ্ট পাহাড়ি ঢলে এমন অবস্থা হয়েছে। বৃষ্টি না হলেই আজই পানি সরে যাবে বলে আশা করছি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd