সিলেট ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:০৬ অপরাহ্ণ, মে ১৬, ২০২১
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর ইউনিয়নে কামাল উদ্দিন হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতারে থানা পুলিশের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে। ফলে গ্রেফতার আতঙ্কে ইউনিয়নের কুরিখলা গ্রাম পুরুষ শূন্য রয়েছে।
মাত্র দুই সপ্তাহ আগে কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছিলেন কামাল উদ্দিন। কিন্তু তিনি জানতেন না- কারাগার থেকে মুক্তির ১৫ দিনের মাথায় চিরতরে মুক্তি পাবেন পৃথিবী নামক জেলখানা থেকে।জামিনে মুক্তি লাভের ১৫ দিনের মাথায় প্রতিপক্ষের হামলায় খুন হন সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুরের কুরিখলা গ্রামের বাসিন্দা কামাল উদ্দিন (৫০)। গেল শুক্রবার (১৪ মে) ঈদের দিন প্রতিপক্ষের হামলার শিকার হয়ে মৃত্যুবরণ করেন তিনি। ঈদুল ফিতরের দিন শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গোয়াইনঘাটের বঙ্গবীর মোড় এলাকায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন কামাল উদ্দিন। পরবর্তীতে তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের প্রথম দিকে গোয়াইনাটের বঙ্গবীর এলাকার কুরিখাল গ্রামের কামাল হত্যাকারীদের সাথে তাদের (নিহত কামাল উদ্দিন) পরিবারের বিভিন্ন বিষয়ে বিরোধ ছিল। এ নিয়ে জানুয়ারি মাসে তাঁদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। ওই সময় স্থানীয় মস্তফা মিয়ার পক্ষের দুলাল আহমদ নামের এক ব্যক্তি ছুরিকাঘাতে আহত হন। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় কামাল উদ্দিনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ১৫ দিন আগে তিনি জামিনে ছাড়া পান।
গেল শুক্রবার কামাল উদ্দিন স্থানীয় বঙ্গবীর এলাকা দিয়ে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের লোকজন তাঁর ওপর হামলা চালায়। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ও স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এদিকে এ ঘটনায় নিহতের ভাই আবদুল হামিদ বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখ করে গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করেছেন। মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশের অভিযানে বর্তমানে গ্রামটি পুরুষ শূন্য হয়ে পড়েছে।
এ ঘটনায় মামলার এজাহারভুক্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন রুস্তমপুর কুরিখলা গ্রামের রাজীব আহমদ (২২), আতাউর রহমান (৪৫) ও সইফুল্লাহ (৪৫)।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আহাদ বলেন, ঈদুল ফিতরের দিন সন্ধ্যায় পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষরা কামাল উদ্দিনের উপর অতর্কিত হামলা চালায়। এতে কামাল উদ্দিন গুরুতর আহত হলে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd