কলকাতায় ‘তৃতীয় বিশ্ব সিলেট উৎসব’ আজ

প্রকাশিত: ১২:০৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০১৯

কলকাতায় ‘তৃতীয় বিশ্ব সিলেট উৎসব’ আজ

ক্রাইম সিলেট ডেস্ক : নিউইর্য়ক, টরেন্টোর ধারাবাহিকতায় আজ শুক্রবার কলকাতায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘তৃতীয় বিশ্ব সিলেট উৎসব’। সিলেট অ্যাসোসিয়েশনের ২৫ বছর পূর্তি উপলক্ষে দক্ষিণ কলকাতার যোধপুর পার্ক বয়েজ স্কুল প্রাঙ্গণে বিশ্ব সিলেট উৎসবে ভারত, বাংলাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী সিলেটিরা অংশ নেবেন।

বৃহস্পতিবার যোধপুর পার্ক বয়েজ স্কুলে বিশ্ব সিলেট উৎসব প্রাঙ্গণে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এই সম্মেলনে উপস্থিত ছিলেন আয়োজক সংগঠন দক্ষিণ কলকাতা সিলেট অ্যাসোসিয়েশনের সভাপতি প্রদোশ রঞ্জন দে, সম্পাদক বাপ্পু এন্দো, সাংস্কৃতিক সম্পাদিকা দীপ্তা দে, মিডিয়া কনভেনর রক্তিম দাশ, অল ইন্ডিয়া শ্রীহট্ট সম্মিলনীর সভানেত্রী কৃষ্ণা দাস, সাকি চৌধুরী (জার্মানী), শেখর চৌধুরী (কানাডা), সাইফুল ইসলাম সুমন (বাংলাদেশ) প্রমুখ।

‘তৃতীয় বিশ্ব সিলেট উৎসব’ এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী সিলেটের কৃতী সন্তান আবুল মাল আব্দুল মুহিত। বিশেষ অতিথি থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ, পরিবেশমন্ত্রী মোহাম্মদ শাহাবউদ্দিন, ভারতের ছত্তিশগড় রাজ্যের প্রাক্তন রাজ্যপাল শেখর দত্ত, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সি এম শফি সামি, ভারতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ মোয়াজ্জেম আলী, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক প্রধান সৈয়দ মনজুরুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ড. ফরাসউদ্দিন, অর্থনীতিবিদ ড. খলিকুজ্জামান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান ড. ভীষ্ম দেব, আসামের রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. অমলেন্দু চক্রবর্তী প্রমুখ।

এ ছাড়া উপস্থিত থাকবেন ভারতের সরকারি পর্যায়ে কর্মরত সিলেটী বংশোদ্ভূত উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, ভারত সরকারের বিভিন্ন স্তরের প্রতিনিধিসহ কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, ভারত সরকারের শীর্ষ অর্থনীতিবিদ বিবেত দেবরায় এবং লোকসভার সদস্য মালা রায় ও রজদীপ রায়। উৎসবের দ্বিতীয় দিন শনিবার অনুষ্ঠিত হবে বাংলাদেশ সন্ধ্যা। এ পর্বে থাকছে সেমিনার, প্যানেল ডিসকাশন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। কবিগুরু রবীন্দ্রনাথের সিলেট সফরের শতবর্ষ উপলক্ষে আয়োজিত বিশেষ এ সিরিজ সেমিনারে অংশগ্রহণ করবেন অধ্যাপক ড. ভীষ্ম দেব (রবীন্দ্রনাথের সিলেট ভ্রমণ), অধ্যাপক ড. সৈয়দ মঞ্জুরুল ইসলাম (শান্তি নিকেতনে সিলেট ভ্রমণের প্রভাব), অধ্যাপক ড. জাফির সেতু (সিলেটে রবীন্দ্রচর্চা: শতবর্ষের নিরিখে ১৯১৩-২০১৩), অধ্যাপক ড. অমলেন্দু চক্রবর্তী (রবীন্দ্রনাথ ও সিলেটী সংস্কৃতি), অধ্যাপক ড. সুমহান বন্দ্যোপাধ্যায় (রবীন্দ্র লেখনীতে বিভিন্ন অঞ্চলের প্রভাব), দৈনিক সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি (রবীন্দ্রনাথ: আজকের আলোকে)।

সেমিনার সমন্বয়ক হিসেবে থাকছেন অধ্যাপক ড. জিয়াউদ্দিন আহমেদ (আমেরিকা)। সঞ্চালনায় থাকছেন সাংবাদিক ও টিভি উপস্থাপক রক্তিম দাশ (কলকাতা)। উৎসবে থাকছে ‘কালচারাল হেরিটেজ অব সিলেট’ বিষয়ক প্যানেল ডিসকাশন। এ পর্বে সিলেটী সাহিত্য ও এর সূত্র নিয়ে কথা বলবেন ড. মোস্তাফা বাহার চৌধুরী, সিলেটী পঞ্চকবি ও অন্যান্য কৃতি সিলেটীদের নিয়ে কথা বলবেন রাশেদা কে চৌধুরী, সিলেটী নাগরী ও সিলেটী কৌতুক নিয়ে কথা বলবেন ড. অমলেন্দু চক্রবর্তী, সিলেট ও আসাম নিয়ে কথা বলবেন নাসির চৌধুরী এবং বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে সিলেটীদের ভূমিকা নিয়ে কথা বলবেন কর্নেল (অব.) মোহাম্মদ আবদুস সালাম বীরপ্রতীক। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন বাংলাদেশ ও ভারতের প্রখ্যাত শিল্পীবৃন্দ। এ ছাড়া যুক্তরাজ্য থেকে হিমাংশু গোস্বামীসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত সিলেটী বংশোদ্ভূত প্রখ্যাত শিল্পীরা অংশ নেবেন। সিলেট থেকে অংশগ্রহণ করছেন উৎপলা দাস, রুমা নাগ, রানা সিংহ, লাভলি দেব, প্রতীক এন্দো প্রমুখ। ভারতের থেকে অংশ নেবেন জি সারেগামা বিজয়ী দেবজিৎ সাহা, অধ্যাপক মোহন সিং, নৃত্যশিল্পী সোনালী আচার্য, মিরাক্কেল বিজয়ী তপন দাস, মাদল, শ্রীভূমি প্রমুখ। শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা নয় উৎসবে পাওয়া যাবে সিলেটি রান্নার বিভিন্ন পদ আস্বাদ করারও সুযোগ। এছাড়াও থাকবে সিলেটের ঐতিহ্যবাহী মনিপুরি তাঁতসহ নানা বস্ত্র সামগ্রীর কেনাকাটার সুযোগ। উৎসবের এই তিনটি দিন কলকাতার বুকে উঠে আসবে মিনি সিলেট। এমনটাই আশা করেন দক্ষিণ কলকাতার সিলেট অ্যাসোসিয়েশানের সদস্যরা।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

December 2019
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

সর্বশেষ খবর

………………………..