কানাইঘাটের ব্যবসায়ীর মামলায় সিলেটের কাদিরের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

প্রকাশিত: ১১:৫৮ অপরাহ্ণ, জুন ২৭, ২০১৯

কানাইঘাটের ব্যবসায়ীর মামলায় সিলেটের কাদিরের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

কানাইঘাট উপজেলা রোডের রড-সিমেন্ট ব্যবসায়ী ভাই-ভাই-ট্রেডার্স এর সত্ত্বাধিকারী মাহমুদ আলীর বিরুদ্ধে জালিয়াতী পূর্বক চেক ডিজওনার মামলা করায় সিলেটের এক ব্যবসায়ীর বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারী পরোয়ানা জারি হয়েছে।

আদালতে দায়েরকৃত অভিযোগে জানা যায়, কানাইঘাটের রড-সিমেন্ট ব্যবসায়ী মাহমুদ আলীর বিরুদ্ধে জালিয়াতী পূর্বক ২৩ লক্ষ টাকার একটি চেক ডিজওনার মামলা করেন, সিলেটের সোবহানীঘাট মেসার্স মুন্না এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী আব্দুল কাদির চৌধুরী মুন্না (৫০)।

আব্দুল কাদিরের মামলায় আদালত থেকে জামিন পেয়ে কানাইঘাটের ব্যবসায়ী মাহমুদ আলী আব্দুল কাদির কর্তৃক তার বিরুদ্ধে চেক ডিজওনার মিথ্যা জালিয়াতি মামলা করায় কাদিরের বিরুদ্ধে সিলেটের কানাইঘাট আদালতে সি.আর মামলা নং- ৯৪/২০১৯ইং দায়ের করেন।

উক্ত মামলা পূর্বক পিবিআই সিলেটের এস.আই লিটন চন্দ্র পাল মাহমুদ আলীর বিরুদ্ধে আব্দুল কাদির চেক জালিয়াতি করে হয়রানীর অভিযোগে সত্যতা পেয়ে সম্প্রতি সিলেটের আদালতে প্রতিবেদন দাখিল করেন। বিজ্ঞ আদালত প্রতিবেদন আমলে নিয়ে ব্যবসায়ী আব্দুল কাদিরের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছেন বলে রড-সিমেন্ট ব্যবসায়ী মাহমুদ আলী জানিয়েছেন।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..