ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, মে ১৯, ২০১৯

ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

রাজশাহী নগরীতে ৯৫৫ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার মধ্যরাতে নগরীর দামকুড়া থানাধীন হরিপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- নগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা এলাকার শাজাহান আলীর ছেলে লিটন আলী ও স্ত্রী কাজল রেখা। এ ঘটনায় রোববার নগরীর দামকুড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
দায়ের করেছে র‌্যাব।

র‌্যাব-৫ রাজশাহীর কোম্পানি অধিনায়ক এটিএম মাইনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল শনিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে হরিপুর এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন লিটন ও তার স্ত্রী কাজল রেখাকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৯৫৫ পিস ইয়াবা উদ্ধার করে র‌্যাব।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় নিজেদের সম্পৃক্ততার দায় স্বীকার করেছেন। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..