সিলেট ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০১৯
স্টাফ রিপোর্টার :: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে দুবাই থেকে আসা বিমানের একটি ফ্লাইট থেকে ২ কেজি ৩০০ গ্রাম ওজনের ২০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ৮টায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি ২৪৮ নম্বর ফ্লাইটের সিটের নিচ থেকে এ স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
বিমান বন্দর কাস্টমসের উপ-কমিশনার আহসান উল্লাহ জানান, নিয়মিত তল্লাশির অংশ হিসেবে ফ্লাইটটি সিলেট পৌঁছালে তারা বিমানে তল্লাশি চালান কাস্টমস কর্মকর্তারা। এ সময় একটি সিটের নিচ থেকে টেপে মোড়ানো স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
উদ্ধারকৃত স্বর্ণের মূল্য প্রায় ১ কোটি ১৫ লাখ টাকা বলে জানিয়েছে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd