সিলেট ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক : ওসমানীনগরে চার দিনের ব্যবধানে ফের ধর্ষণের ঘটনা ঘটেছে। এবার ধর্ষণ করা হয়েছে এক বিধবাকে (৩৮)। এ সময় ধর্ষক মোবাইলের মাধ্যমে ধর্ষনের ভিডিও ধারণ করে।
ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার বেলা ২টার দিকে উপজেলার গ্রামতলা গ্রামের এক কলোনিতে। এ ঘটনায় ওসমানীনগর থানায় দু’টি মামলা দায়ের করা হয়েছে (ধর্ষণ মামলা নং-১২ ও পর্ণোগ্রাফি ধারায় মামলা নং-১৩)।
ধর্ষক তফজ্জুল মিয়া (৩৮) উপজেলার ভাড়েরা গ্রামের মৃত আকলুছ মিয়ার পুত্র। অভিযোগ পেয়ে থানা পুলিশ ধর্ষক তফজ্জুলকে গ্রেপ্তার করেছে।
জানা যায়, বিশ্বনাথ উপজেলার নিয়ামতপুর গ্রামের এক বিধবা নারী ওসমানীনগর উপজেলার গ্রামতলা এলাকার একটি কলোনিতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন। গতকাল বৃহস্পতিবার বেলা ২টার দিকে ধর্ষক তফজ্জুল মিয়া জোরপূর্বক ওই বিধবার ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ করে। পরে ধর্ষিতা নিজে বাদী হয়ে ওসমানীনগর থানায় মামলা দায়ের করেন। মাকলার পর পুলিশ ধর্ষককে তার বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত তফজ্জুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছেন।
নির্যাতিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসিতে) ভর্তি করা হয়েছে। আসামিকে আজ শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। সে এ ঘটনার সাথে জড়িত বলে স্বীকারও করেছে।’
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd