গোয়াইনঘাট উপজেলা থেকে বিদায় কালে যা বললেন আব্দুল হাকিম চৌধুরী

প্রকাশিত: ১১:০৩ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০১৯

গোয়াইনঘাট উপজেলা থেকে বিদায় কালে যা বললেন আব্দুল হাকিম চৌধুরী

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদের বার বারের নির্বাচিত চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বৃহস্পতিবার উপজেলা থেকে নবনির্বাচিত চেয়ারম্যান ফারুক আহমদের হাতে দাযিত্ব হস্তান্তর কালে যা বল্লেন।
মহান আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যিনি গোয়াইনঘাট উপজেলা পরিষদে প্রথম এবং দ্বিতীয় পরপর দুটি নির্বাচনে জয়ী করে টানা দশ বছর আপনাদের সেবা করার সুযোগ দিয়েছেন। কৃতজ্ঞতা আদায় করছি উপজেলার আপামর জনসাধারণ এবং সম্মানিত ভোটারের প্রতি যারা আমাকে অল্প সময়ে কঠিন একটি দায়িত্ব অর্পনে আস্থা রেখেছিলেন। অভিনন্দন জানাচ্ছি আমার দলের সকল স্তরের নেতাকর্মী সমর্থকদের প্রতি যাদের অক্লান্ত পরিশ্রম এবং অকুণ্ঠ সমর্থন এর কারনে আমি আজ এতদূর আসতে সক্ষম হয়েছি।

ধন্যবাদ জানাচ্ছি জেলা এবং উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা এবং কর্মচারীর প্রতি যারা এই গুরু দায়িত্ব পালনে আমাকে সার্বিক সহযোগিতা করেছেন।

মনে থাকবে আমার সেইসব শুভাকাঙ্ক্ষীদের যারা আমাকে বুদ্ধি পরামর্শ উৎসাহ এবং অর্থনৈতিক সহযোগিতা দিয়ে আমাকে উজ্জীবিত রেখেছেন।
এই দশ বছরে যেসব রাজনৈতিক দলের নেতাকর্মী আমাকে সহযোগিতা করেছেন দল-মতের ঊর্ধ্বে উঠে তাদের প্রতি রইল নিরন্তর শুভকামনা।

পরিবারের কাছের এবং দূরের আত্মীয় যারা তাদের কাছে আজীবন ঋণী হয়ে থাকবো নিজেদের মূল্যবান সময়, অর্থ, শ্রম, স্নেহ, মায়া-মমতা ভালোবাসার বন্ধনে আবদ্ধ করেছেন আমাকে এই সময়ে।
সহযোগিতা পেয়েছি অসংখ্য আলেমেদ্বীন, পীর বুজুর্গের।

জানি এই সময় আপনাদের দোয়ার চাদরে আমি আবদ্ধ ছিলাম বলে জটিল কোন পরিস্থিতিতে ও ধৈর্য হারা হইনি। সবচাইতে বেশি অনুপ্রাণিত হয়েছি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী বন্ধুদের যাদের অপার, অবাক করা ভালবাসায় আমি সঞ্জীবনী শক্তি খুঁজে পেতাম।
প্রবাসী বন্ধুরা আমাকে যেভাবে তাদের ভালোবাসার মধ্যমনি হিসেবে কঠিন মায়াজালে আবদ্ধ করে রেখেছে আমি তাদের কথা কখনো ভুলবো না।
ভুলা যাবে না সেসব শুভাকাঙ্ক্ষীর কথা যারা কর্মসূত্রে এলাকার বাইরে থেকেও আমার খোঁজ নিয়েছেন সহযোগিতা দিয়েছেন এবং পাশে থেকেছেন। সংবাদকর্মী ভাইদের কথা কিভাবে ভুলে যাব? শত শত স্মৃতি আপনাদের নিয়ে আমি, সৌভাগ্যবান ছিলাম আপনারা আমার পাশে ছিলেন বলে। উপজেলা শিক্ষা বিস্তারে ভূমিকায় ছিলেন যারা,আপনারা আমার কাছে ছিলেন শ্রদ্ধার অগ্রভাগে।

পরিষদের কাজ করতে গিয়ে সার্বিক সহযোগিতা পেয়েছি মাননীয় সংসদ সদস্য জনাব ইমরান আহমদ এর। আপনার প্রতি জানাই কৃতজ্ঞতা,এবং সাবেক সংসদ সদস্য জনাব দিলদার হোসাইন সেলিম কেও তার আন্তরিক সহযোগীতার জন্য ধন্যবাদ।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য এবং সদস্যা, আপনাদের সার্বিক সহযোগিতা কখনো ভোলার নয়।
এতটুকু সীমাবদ্ধতার মধ্যে কতটুকু দিতে পেরেছি জানিনা,,, শুধু ভেবেছি আপনাদের আরো অনেক দেয়ার ছিল আরো অনেক করার ছিল,,,, যা করতে পেরেছি তাই সব নয়,,, তাই শেষ নয়,,,, আজকের এই বিদায় বেলায় শুধু এটুকু বলার ছিল,,,,
আমাকে রাখবেন আপনাদের ক্ষমায়,,মায়া-মমতা ভালবাসায় এবং দোয়ায়।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

April 2019
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

সর্বশেষ খবর

………………………..