জাফলংয়ে ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০১৯

জাফলংয়ে ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা

গোয়াইনঘাট প্রতিনিধি :: গোয়াইনঘাটে জাফলং ও মামার দোকানে অভিযান চালিয়ে খাদ্যে ভেজাল, পোড়া তৈল ব্যবহার, ময়লা আবর্জনার উপস্থিতি, মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার দায়ে ৪টি প্রতিষ্ঠানে জরিমানা করা হয়েছে।

বুধবার (২৭ মার্চ) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে।

জাফলং বাজারের নাজমা হোটেল এন্ড রেস্টুরেন্টে পোড়া তেলে কেমিক্যালের উপস্থিতি এবং ময়লাযুক্ত দ্রব্যাদি পাওয়ায় ৫ হাজার টাকা, একই অপরাধে টাঙ্গাইল মিষ্টি ঘরকে ৩ হাজার টাকা এবং জাফলং মিষ্টি ঘরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া মামার দোকানের সামির ভ্যারাইটিজ স্টোরকে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার দায়ে ৩ হাজার টাকা জরিমানাসহ মোট ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন সিলেটের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলম, কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর প্রতিনিধি পাপিয়া রায়। এ সময় তামাবিল ফাঁড়ির পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..