শাহজালাল মাজারে সিগারেটের ধোয়া দিয়ে কবর খুড়ছেন ইদন জালালিরা

প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০১৯

শাহজালাল মাজারে সিগারেটের ধোয়া দিয়ে কবর খুড়ছেন ইদন জালালিরা

স্যোশাল মিডিয়া ডেস্ক: কবর; মানুষের মৃত্যুর পর যেখানে সমাহিত করা হয়। ধর্মীয় বিশ্বাস মতে, করস্থানের আশপাশে ভদ্রতা বজায় রাখা প্রয়োজন। এ বিশ্বাস থেকেই মানুষ কবরের প্রতি আলাদা শ্রদ্ধা ও মর্যাদা দেখান। কিন্তু, সেই কবরে কাজ করতে গিয়ে শ্রমিকরা দেদারছে ধূমপান ও অভদ্র ভঙ্গিতে চলাফেরা করলে তা দৃষ্টিকটু হয়। ধর্মপ্রাণ মুসল্লিরা বিষয়টিকে ভাল চোখে দেখেন না।

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজার সংলগ্ন কবরস্থানে এমনই এক পরিস্থিতি শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেছেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর সিলেট ব্যুরো প্রধান মকসুদ আহমদ মকসুদ। দেখা গেছে শাহজালাল মাজারে সিগারেটের ধোয়া দিয়ে কবর খুড়ছেন মাজারের কবর শ্রমিক ইদন জালালি ও তার সহযোগিরা।

তার ফেইসবুক স্ট্যাটাসটি তুলে ধরা হল

ছবিগুলো সিলেটের হযরত শাহজালাল (রঃ) মাজার সংলগ্ন কবরস্থানের। যেখানে লাখো মুসলিম নর-নারীর কবর। ইসলাম ধর্মমতে কবরস্থান একটি স্পর্শকাতর ও পবিত্রস্হান। কবরস্হানে যারা জিয়ারত করতে যাবেন বা পাশ দিয়ে যাবেন তাদেরকে অবশ্যই পাক পবিত্র হয়ে মৃতদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করতে কোরআন ও হাদিসে অত্যন্ত গুরত্ব দিয়ে সতর্কতার কথা বলা হয়েছে।

এ ব্যাপারে সকলেই সাধ্যমত চেষ্টা করেন। অথচ ছবিতে যাদেরকে দেখা যাচ্ছে তারা ঐ কবরস্থানের পেশাদার কবর খোঁড়ার কাজে নিয়োজিত শ্রমিক। দেখুন, তাদের অবস্থা।

২৩ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শাহজালাল (রঃ) মাজার সংলগ্ন কবরস্থানের পাশ দিয়ে আসার পথে এ দৃশ্যটি আমার নজরে এলে কিছু সময় সেখানে দাঁড়িয়ে বিষয়টি প্রত্যক্ষ করলাম। ছবিতে কবর খোঁড়া শ্রমিকরা একটি নতুন কবরে মাটি দিয়ে কবরের ভিটে বাঁধছেন। তাদের চালচলনের কোন তোয়াক্কা নেই, কবরস্থানের কোন আদব নেই, সবগুলো মানুষের মুখে এবং হাতে সিগারেট। অথচ, আগরবাতির সুগন্ধি ধোয়া চোখে নাকের মধ্যে লাগার কথা…

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2019
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  

সর্বশেষ খবর

………………………..