সিলেট ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০১৯
সিলেট :: সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি কর্তৃক ৫ম আর্ন্তজাতিক বাণিজ্য মেলা আগামী মার্চের প্রথম সপ্তাহে উদ্বোধন করা হবে। সেই লক্ষে সিলেটের শাহী ঈদগাহ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে চলছে শেষ মুহুর্তের প্রস্ততির কাজ। রোববার মেলার শেষ মুহুর্তের প্রস্তুতির কাজের পরিদর্শন করেছেন সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি কর্তৃপক্ষ।
নেতৃবৃন্দরা জানিয়েছেন, এবারের মেলায় দেখা যাবে আর্ন্তজাতিক মান সম্পন্ন নামি দামি প্রতিষ্ঠানের স্টল। আর মেলায় অংশগ্রহণের জন্য ইতিমধ্যে বাংলাদেশে আসা নিশ্চয়তা প্রদান করেছে ভারত, চীন, ইরান, থাইল্যান্ড, নেপাল ও পাকিস্তান। তাছাড়া দেশের নামি দামি ব্যান্ড’র ব্যবসায়িরাও মেলায় অংশগ্রহণের জন্য আসা নিশ্চিত করেছেন।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (এসএমসিসিআই) এর সভাপতি হাসিন আহমদ, ১ম সহ-সভাপতি ও মেলা কমিটির আহবায়ক আব্দুল জব্বার জলিল, সহ সভাপতি হুরায়রা ইফতার হোসেন, প্রাক্তন পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, এসএমসিসিআই এর সদস্য ও বানিজ্য মেলার সমন্বয়ক এম. এ মঈন খাঁন বাবলু, আলতাবুর রহমান প্রমুখ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd