মাহবুবুল হকের উদ্যোগে আবারো ফুলে ফুলে সুশোভিত ওসমানী মেডিকেল

প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০১৯

মাহবুবুল হকের উদ্যোগে আবারো ফুলে ফুলে সুশোভিত ওসমানী মেডিকেল

নিজস্ব প্রতিবেদক : প্রকৃতির সুন্দরতম প্রকাশ ফুল। নানান ফুলের রঙ, গন্ধ আর সৌন্দর্য্য মুগ্ধ করে যে কোন বয়সের মানুষকে। ওসমানী মেডিকেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার এ কে মাহবুবুল হক এমনই একটি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। হাসপাতালের সামনে শোভাবর্ধন ও রোগীর স্বজনদের মানসিক প্রশান্তি দিবে কৃত্রিমভাবে তৈরি করা দৃষ্টিনন্দন ফুল বাগান। তিনি ওসমানী মেডিলে যোগদানের পর থেকে হাসাপাতালকে আলোকিত করতে নানান উদ্যোগ নিচ্ছেন।

গত রছর মেডিকেলের ময়লায় ঘাসে ভরপুর পরিস্কার করে লাগিয়ে ছিলেন ফুলের বাগান। প্রথমে ময়লা ঘাস সরিয়ে জায়গাটাকে তার অনেক সাধনার মাধ্যমে উপযোগী করা হয়েছে। তারপর করা হয়েছে ফুলের বাগান। লাগানো হয়েছিল বিভিন্ন প্রজাতির ফুলের গাছ। যেখানে দেখা মিলবে চিরচেনা বাংলার প্রকৃতির। এই উদ্যোগটিকে সাধুবাদ জানান চিকিৎসকরা। এই বৎসর বাগানে ফুল ফুটছে কিন্তু পরিচালকের বদলি নিতে হচ্ছে। যার কারণ সিলেটের এক শ্রেণির কুচক্রী মহল মেডিকেলের দালালী ও চাদাঁবাজি করতে পারছে না। কারণ ব্রিগ্রেডিয়ার এ কে মাহবুবুল সর্বদা সচেতন থাকেন এসব দালাল-চাদাঁবাজ যাতে মেডিকেলের ভিতর প্রবেশ করতে না পারে। বিদায় এই চক্রটি বিভিন্ন ভাবে মেডিকেলের ক্ষতি করতে উঠেপড়ে লেগেছে। কিন্তু এই মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান কে এ মাহবুবুল হককে যদি মেডিকেল থেকে বদলি করা যায়। তাহলে আগের মত মেডিকেল তাদের অনুকুলে নিতে পারবে। যার ফলে তাকে সরানোর জন্য তারা শুরু করেছেন বদলির নাঠক।

মেডিকেলের ২নং গেইটের সামনে দেখা হয় হাসপাতালের নার্সের সঙ্গে। কথা প্রসঙ্গে তিনি প্রতিবেদককে বলেন, ‘ফুল সবাই ভালোবাসেন। এখানে রোগী হিসেবে আসছেন, রোগীর অভিভাবক হিসেবে আসছেন তাদের জন্য আমি মনে করি হাসপাতালের পাশে এরকম একটা মনোরোম সৌন্দর্য্যপূর্ণ জায়গা আসলে খুবই প্রয়োজন। কিন্তু আমরা যে অভিবাবক পেয়েছিলাম যাদি তিনি আরো এক বৎসর মেডিকেলে থাকতেন তাহলে ওসমানী হাসপাতাল উন্নয়নের দিয়ে বাংলাদেশের সকল হাসপাতালের চেয়ে এগিয়ে যেতে পারতো।

রোগী যখন হাসপাতালে আসে তারা খুব অসুস্থ হয়ে আসে এবং অসহায়ত্ব অনুভব করে। চারদিকে চিকিৎসা সেবার পাশাপাশি, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং একটা ফুলের বাগান মানুষের মনকে ভালো করে ফেলে। শুধুমাত্র চিকিৎসাতেই রোগী সুস্থ হয় না।

ফুল বাগানের স্বপ্নদ্রষ্টা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার কে এম মাহবুবুল হক এই ফুল বাগানের মাধ্যমে চিকিৎসা নিতে আসা রোগীদের মানসিক প্রশান্তির লক্ষে তিনি ফুলের চাষ শুরু করেন। তবে এখন এর রক্ষনাবেক্ষণ করবে কে?

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2019
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  

সর্বশেষ খবর

………………………..