গোয়াইনঘাটে চেঙ্গেরখালে চলছে অবৈধভাবে বালু উত্তোলন

প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০১৯

গোয়াইনঘাটে চেঙ্গেরখালে চলছে অবৈধভাবে বালু উত্তোলন

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাটে গোয়াইন নদীর ১১৭ চেঙ্গেরখাল থেকে  ড্রেজিং মেশিন দিয়ে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব।

এই অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রামমাণ আদালতে অভিযান চালিয়ে ৬জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় ড্রেজিং মেশিন সংযুক্ত দুটি নৌকা জব্দ করা হয় এবং দুটি শ্যালু মেশিন বিনষ্ট করা হয়।

গত রোববার দুপুর ১১টা ৪৫ মিনিটে এ অভিযান চালানো হয়। গোয়াইন নদীর ১১৭ চেঙ্গেরখালে অবৈধ ভাবে ড্রেজিং মেশিন লাগিয়ে বালু উত্তোলনের  দায়ে গোয়াইনঘাটে সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট আশিকুর রহমান চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অবৈধ ভাবে বালু উত্তোলনের ফলে স্থানীয়দের জমি-জমা, ঘরবাড়ী, নদীগর্ভে বিলীন হচ্ছে। তাই অভিযানকালে এসব অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করা হয়।

অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন সালুটিকর পুলিশ কেন্দ্রের ইনচার্জ (তদন্ত) মো. রজি উল্যাহ খাঁন, সালুটিকর ভূমি অফিসের তহসীলদার আব্দুল আলীম, গোয়াইনঘাট ভূমি অফিসের পেশকার আব্দুল লতিফসহ পুলিশ সদস্যরা।

এ ঘটনায় গোয়াইনঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং মামলা নং-৩/১৯।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2019
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  

সর্বশেষ খবর

………………………..