সিলেট ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১লা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০১৯
সিলেট :: জামেয়া ক্বাসিমুল উলূম দরগাহ হযরত শাহজালাল (রহ.) সিলেটের মুহতামিম ও শায়খুল হাদীস মুফতি আবুল কালাম যাকারিয়্যা সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে তিনি দুর্ঘটনার শিকার হন। আহত অবস্থায় তাকে সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে মৌলভীবাজার জেলার কমলগঞ্জের ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে রাজনগর নামক স্থানে তিনি দূর্ঘটনার শিকার হন।
সিলেট জেলা জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী জানান, উল্টোদিক থেকে আসা একটি ট্রাক মুফতি আবুল কালামের প্রাইভেটকারে ধাক্কা দিলে গাড়িটি ধুমড়ে মুচড়ে যায়। এসময় তিনি ও তাঁর গাড়ি চালক গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd