সিলেট ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০১৯
গোলাপগঞ্জ প্রতিনিধি : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী বাছাই করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এতে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীকে আওয়ামী লীগের মনোনীত একক চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুজাত আলী রফিক। সভায় উপজেলার বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ চেয়ারম্যান পদে গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি , সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হুমায়ূন ইসলাম কামাল, গোলাপগঞ্জ উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, কেন্দীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য আব্দুল ওয়াহাব জোয়ারদার মসুফ, সিলেট জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য সৈয়দ মিসবাহ উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, দপ্তর সম্পাদক আকবর আলী ফখর, আওয়ামীলীগ নেতা শরিফ উদ্দিন সরফ, সিলেট মহানগর সেচ্ছাসেবকলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনসুর আহমদ, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও সিলেট মহানগর যুব মহিলালীগের সভাপতি নাজিরা বেগম শীলার নাম প্রস্তাব করেন। পরে স্থানীয় ও জেলা নেতৃবৃন্দ প্রার্থীদের সাথে আলাপ আলোচনা করে গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি , সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীকে একক প্রার্থী হিসেবে মনোনীত করা হয়।
এছাড়াও উপজেলা ভাইস চেয়ারম্যান পদে সোহেল বক্স, শাহিন আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি সামছুল ইসলাম লস্কর আলম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নার্গিছ পারভিন, রাজনা বেগম নাম প্রস্তাব করা হলে তাদের বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহন করা হবে বলে জানা যায়। বর্ধিত সভায় উপজেলা ও বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ এ প্রতিবেদককে জানান, দলের স্বার্থে আওয়ামীলীগ গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন পদে একক প্রার্থী দিয়েছে। আগামী নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে নৌকার পক্ষে কাজ করবে উপজেলা আওয়ামীলীগ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd