সিলেট ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০১৯
নিজস্ব প্রতিবদক :: ‘পুলিশকে সাহায়তা করে, পুলিশের সেবা গ্রহণ করুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পুলিশ সেবা সপ্তাহ-২০১৯ শুরু হয়েছে।
এ উপলক্ষে সিলেটে রবিবার সকাল সাড়ে ১১টায় সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উদ্যোগে নগরীর কিনব্রিজ এলাকা একটি র্যালি বের হয়। পরে অনুষ্টিত হয় এক সংক্ষিপ্ত আলোচনা সভা।
সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার গোলাম কিবরিয়ার নেতৃত্বে র্যালিটি নগরীর বন্দরবাজার, জিন্দাবাজার হয়ে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদমিনারের সামনে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। সভায় বক্তব্য রাখেন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া।
তিনি বলেন, পুলিশ জনগনের জন্য কাজ করে। তাই পুলিশকে সাহায়তা করে, পুলিশের সেবা গ্রহণ করুন। তিনি সবাইক আইন মেনে চলার আহ্বান জানান।
সিলেটের পুলিশ কমিশনার বলেন, পুলিশ কর্মকর্তা, কর্মচারীদের আইন মেনে চলতে হবে। উল্লেখ্য, ২৭ জানুয়ারী থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ সেবা সপ্তাহ চলবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd