শেষ হলো সিলেটের মডেল মনিমুক্তার গানের শুটিং

প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০১৮

শেষ হলো সিলেটের মডেল মনিমুক্তার গানের শুটিং

আমির হোসেন সাগর :: গতকাল শনিবার ‘বন্ধু বন্ধু বন্ধুরে’ ও তুই বড় মিথ্যা বাদী’শিরোনামের দুটি মিউজিক ভিডিও গানের কাজ শেষ করা হয়েছে। দুটি গানেই কণ্ঠ দিয়েছেন মনিমুক্তা মুন্নি নিজেই। যদিও মনি মুক্তা বিভিন্ন মঞ্চে গান পরিবেশন করেছেন।তবে এই প্রথম স্টুডিওতে দুটি গান রেকর্ডিং করলেন, বর্তমান আধুনিকতার সাথে তাল মিলিয়ে।গান দুটিও একদম নতুন, “বন্ধু বন্ধু বন্ধুরে”,এবং “তুই বড় মিথ্যা বাদী’গানের কথা ও সুর করেছেন আমির হোসেন সাগর।ঢাকা নিউ ললনা স্টুডিওতে রেকর্ডিং করা হয়েছে। মনিমুক্তা যদিও মিডিয়া জগতে যাত্রা শুরু করেন ২০১৮ সালের জানুয়ারি মাসে একটি গানের মডেল হিসেবে, এরপর থেকে জনপ্রিয় শিল্পীদের প্রায় ১৫ টি গানের মডেল ও সিলেটের আঞ্চলিক এবং শুদ্ধ বাসায় ১৩টি নির্মিত নাটকে নায়িকা চরিত্রে অভিনয় করেছেন।যার জন্য অল্প সময়ে ইউটিউবের মাধ্যমে দেশ বিদেশে মডেল ও অভিনেত্রী হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছেন।এবার দর্শকদের নতুন চমক দিতে প্রথম বারের মত দুটি গানে কণ্ঠ দিয়ে নিজেই মডেলিং করেছেন,তার সাথে ছেলে মডেল হিসেবে কাজ করেছেন ইমরান, সিলেটের ইত্যাদি ইউটিবের মাধ্যমে বক্তদের উপহার দিবেন বলে জানালেন মনি মুক্তা। মিউজিক ভিডিও গানের চিত্র ধারণ ও পরিচালনা করেছেন সিলেটের জনপ্রিয় পরিচালক দবিরুজ্জামান দিপু।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..