বিশ্বনাথ প্রতিনিধি :: দক্ষিণ সুরমায় পল্লী বিদ্যুতের ৩৩হাজার ভোল্টেজের প্রায় আড়াই হাজার ফুট মেইন লাইনে নজীরবিহীন চুরির ঘটনা ঘটেছে! এতে বিশ্বনাথ, ওসমানীনগর, বালাগঞ্জ ও দক্ষিণ সুরমা উপজেলার একাংশের প্রায় অর্ধলক্ষাধিক গ্রাহকরা অন্ধকারে পড়ে চরম ভোগান্তির শিকার হয়েছেন। গত মঙ্গলবার দিবাগত গভীর রাত ৩টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার বাইপাস সড়কের ইজতেমা মাঠের পাশে ওই নজীরবিহীন চুরির ঘটনাটি ঘটে।
বিশ্বনাথ পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানাযায়, সিলেটের কুমারগাঁও গ্রীড থেকে ওই চারটি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করা হয়।
ওইদিন রাত তিনটার দিকে হঠাৎ করে বিদ্যুৎ চলে গেলে সকালে পল্লী বিদ্যুতের লোকজন লাইনের ক্রুটি খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তারা দক্ষিণ সুরমার ইজতেমা মাঠের পাশে গিয়ে দেখেন বিদ্যুতের খুঁটি থেকে প্রায় আড়াই হাজার ফুট মেইন লাইন চুরি করে নিয়ে গেছে চোরেরা। পরে লাইন মেরামত শুরু করে বুধবার রাত ১০টায় চারটি উপজেলার গ্রাহকদের মধ্যে বিদ্যুৎ সরবরাহ করেন। এতে ওই চারটি উপজেলার সরকারী বেসরকারী অফিসসহ প্রায় অর্ধলক্ষাধিক গ্রাহকরা চরম ভোগান্তির শিকার হয়েছেন।
এমন নজীরবিহীন চুরির বিষয়টি এই প্রথমবারের মতো দেখেছেন বলে জানান বিশ্বনাথ পল্লী বিদ্যুৎ অফিসের ডিজি এম.ছামিউল কবির।
Sharing is caring!