সিলেট ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : জাতীয় পার্টি থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন অভিনেতা হিরো আলম। বুধবার তিনি বগুড়া-৪ আসন থেকে মনোনয়নপত্র জমা দেন। কর্মী-সমর্থকদের নিয়ে নন্দীগ্রাম উপজেলা পরিষদের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও শারমিন আখতারের কাছে নিজের মনোনয়নপত্র জমা দেন হিরো আলম।
মনোনয়নপত্র জমা দেয়ার সময় হিরো আলম জানান, ‘জনগণের ভালোবাসার মূল্য দিতেই নির্বাচনে অংশ করছি। হিরো আলম কথা দিলে কথা রাখে। নির্বাচনের যখন ঘোষণা দিয়েছি, ফল ঘোষণা পর্যন্তই মাঠে থাকব। কিছুতেই মাঠ ছাড়ব না।’
জাতীয় পার্টি থেকে নির্বাচন করতে চেয়েছিলেন হিরো আলম। কিন্তু জাতীয় পার্টি তাকে মনোনয়ন দেয়নি। পরে সিদ্ধান্ত নেন নির্বাচন করবেন স্বতন্ত্র প্রার্থী হয়ে। সিদ্ধান্ত মোতাবেক তিনি বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মনোনয়নপত্র দাখিল করেন।
হিরো আলম বলেন, ‘জনগণের ভালোবাসায় আজ আমি হিরো আলম। সেই ভালোবাসার মূল্য দিতেই আমি নির্বাচন করছি। আমি আর্থিকভাবে মোটেও আর ১০ জনের মতো সক্ষম নই। কিন্তু মানুষের ভালোবাসা অর্জনে আমি সবার থেকে এগিয়ে। নির্বাচনে এটিই আমার বড় শক্তি।’
ব্যক্তিগুণেই জনগণ ভোট দেবে- এমন আশা হিরো আলমের। বলেন, ‘নির্বাচনে অনেকের কাছেই টাকা ফ্যাক্ট আর আমার কাছে ব্যক্তি ফ্যাক্ট। আমার ব্যক্তি ইমেজের কারণেই জনগণ আমাকে ভোট দেবে।’
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd