সিলেট ৪ঠা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৯শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ১৯শে রজব, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০১৮
Sharing is caring!
গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে বদরুজ্জামান (৪৫) নামে এক জামায়াত নেতাকে নাশকতা মামলায় গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টায় হেতিমগঞ্জ বাজারের নিকটে একটি হাওর থেকে তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার ফুলবাড়ী ইউপির হেতিমগঞ্জ গ্রামের মৃত আঃ শহিদের ছেলে।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফজলুল হক শিবলী গ্রেফতার বিষয়টি নিশ্চিত করে বলেন, গোলাপগঞ্জ মডেল থানার এসআই হেলাল একদল পুলিশ নিয়ে বদরুজ্জামানকে গ্রেফতার করেন। চলতি বছরের আগষ্ট মাসের একটি নাশকতা মামলার পলাতক আসামী ছিল সে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
………………………..
Design and developed by best-bd