শাহপরাণে মাদক সেবনে বাধা দেয়ায়, মুদি দোকানে লুটপাট

প্রকাশিত: ১২:৪৭ পূর্বাহ্ণ, নভেম্বর ১৭, ২০১৮

শাহপরাণে মাদক সেবনে বাধা দেয়ায়, মুদি দোকানে লুটপাট

ক্রাইম সিলেট ডেস্ক :: সিলেট নগরীর বাহুবল (শাহপরাণ) এলাকায় ইয়াবা সেবনে বাধা দেয়ার ঘটনায় স্থানীয় কাজি ট্রেডার্স নামের একটি মুদি দোকানে লুটপাট করেছে স্থানীয় বখাটেরা। এসময় কয়েক রাউন্ড গুলি ছুড়ে আতংক ছড়িয়ে বখাটেরা ঘটস্থল ত্যাগ করে তারা। ঘটনাটি শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্র নিশ্চিত করে। ঘটনার খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও হযরত শাহপরাণ (রহ:) থানার এসআই অঞ্জন দে ও এএসআই রাজুর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রের বরাত দিয়ে জানা যায়, প্রতিদিনই শাহপরাণ এলাকার লালখাটঙ্গি গ্রামের আব্দুর রহিম উরফে আদু মিয়ার ছেলে সাইফুল স্থানীয় কিছু বখাটেদের নিয়ে বাহুবল এলাকায় অবস্থান করে বিভিন্ন রকম মাদক সেবন করে। ঘটনার সময় একই ভাবে সাইফুল বাহুবল এলাকায় আসলে স্থানীয় বাসিন্ধা মুদি দোকানদার সুয়েল আহমদ তাদের মাদক সেবনে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে সাইফুল ও তার সহযোগীতাদের সাথে সুয়েল আহমদের তর্কবির্তক হয়। স্থানীয় লোকজন এগিয়ে এসে সাইফুলকে সেখান থেকে বিদায় করে দিয়ে বিষয়টি তার পিতাকে অবগত করেন। এর কিছুক্ষণ পরই সাইফুল তার সহযোগীদের নিয়ে একাধিক দেশী-বিদেশী অস্ত্রসহ সুয়েল আহমদের দোকানে অর্তকৃত হামলা করে। এসময় গুলি করে স্থানীয়দের মাঝে আতংক সৃষ্টি করে তারা দোকানের ক্যাশ থেকে নগদ টাকাসহ প্রায় লক্ষাধিক টাকার মোবাইল কার্ড ও ফেক্সিলোডের ১টি মোবাইল ছিনিয়ে নিয়ে যায় এবং দোকানে ব্যাপক ভাংচুর চালায়। পরে স্থানীয় লোকজন এগিয়ে আসলে সাইফুলও তার সহযোগীরা কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। ঘটনাস্থল পরিদর্শনকারী এস আই অঞ্জন দে জানান, ঘটনার খবর পেয়ে ওসি স্যারের নির্দেশে পুলিশ ঘটনাস্থল পরির্দশণ করে। এলাকার লোকজন ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে ঘটনাটির সত্যতা পেয়ে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীকে থানায় মামলা করতে পরামশ দেই। আজ রাতেই অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান করবে পুলিশ। এ রির্পোট লেখা পর্যন্ত শাহপরাণ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..