পুলিশ জনগণের বন্ধু হয়ে কাজ করে যাচ্ছে : বিশ্বনাথে অতিরিক্ত ডিআইজি জয়দেব

প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০১৮

পুলিশ জনগণের বন্ধু হয়ে কাজ করে যাচ্ছে : বিশ্বনাথে অতিরিক্ত ডিআইজি জয়দেব
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র বলেছেন, পুলিশ জনগণের বন্ধু হয়ে কাজ করে যাচ্ছে। আজকাল মানুষ আর পুলিশের উপর তেমন কোন অভিযোগ করেনা। এখন মানুষ অভিযোগ করে বিদ্যুৎ আর ভূমি অফিসের উপর। পুলিশ জনগণকে সাথে নিয়ে কাজ করে বলে অনেক কাজে সফলতা আনতে পেরেছে। আগামীতেও পুলিশের কাজে সবাইকে সহযোগীতা করার তিনি আহবান জানান।
তিনি বলেন, পুলিশের দূর্বলতাগুলো চিহ্নিত করার জন্যই কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে গ্রাম পর্যন্ত পৌঁছায় পুলিশ। বাংলাদেশে পুলিশই হচ্ছে একমাত্র সরকারি সংস্থা যারা কিনা ওপেন হাউজ ডে’র মাধ্যমে নিজেদের বিরুদ্ধে থাকা অভিযোগগুলো জনগণের মুখ থেকে উন্মুক্তভাবে শুনে। পুলিশ প্রশাসনকে আমরা গণমুখী করে গড়ে তোলার চেষ্ঠা করছি, যাতে করে সাধারণ মানুষ সহযেই পুলিশের সেবা পান এবং পুলিশের কোন সদস্য অপরাধের সাথে জড়িত হলে সেটা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জনগণ সহযেই জানাতে পারেন। মাদক-জঙ্গিবাদ মুক্ত সমাজ বিনির্মানে সর্বস্তরের জনসাধারণকে প্রতিবাদী হতে হবে এবং এর সাথে জড়িত ব্যক্তির তথ্য পুলিশকে দিয়ে সহযোগীতা করতে হবে।
পুলিশই জনতা, জনতাই পুলিশ এ শ্লোগানকে নিয়ে বিশ্বনাথ পুলিশ প্রশাসনের আয়োজনে আজ শনিবার বিকেলে উপজেলার রামপাশা ইউনিয়নের আশুগঞ্জ বাজারে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে সিলেটের পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান বলেন, এলাকায় আগত সন্দেহভাজন ব্যক্তি সম্পর্কে তথ্য এবং নতুন ভাড়াটিয়াদের তথ্য নিয়মিত থানায় দিন। বিদেশীদের নিরাপত্তা এবং প্রয়োজনে প্রবাসীদের সেবায় প্রবাসী কল্যাণ সেল হতে সহায়তা গ্রহন করুন। ইউপি চেয়ারম্যান ও কমিউনিটি পুলিশের থানা প্রতিনিধিদের সর্বাত্বক সহযোগিতার আহবান জানান। অপরাধ দমনে এলাকার সকলের সহযোগিতা কামনা করেন ।
তিনি বলেন, সমাজ থেকে অপরাধ নির্মূল করার লক্ষে পুলিশ সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। মাদকের সাথে কেউ জড়িত থাকলে তার তথ্য পুলিশকে দেন। মাদকের সাথে যে বা যারাই জড়িত থাকবে তাকে আইনের আওতায় আনা হবে। মাদকের সাথে জড়িত কাউকে কোন অবস্থায় ছাড় দেওয়া হবে না। সবাইকে খেয়াল রাখতে হবে কেয়ারটেকারের অধিনে থাকা প্রবাসীদের বিশাল অট্টলিকাগুলোতে কোন অপরাধ প্রবনতা চলচ্ছে কিনা না কিংবা সেগুলোতে অবস্থান নিয়ে কোন জঙ্গি কার্যক্রম পরিচালিত হচ্ছে না।
ওপেন হাউজ ডে’তে দ্রুত সময়ে বিশ্বনাথে সংঘটিত হওয়া একাধিক হত্যাকান্ডের তথ্য উদঘাটন ও অভিযুক্তদের গ্রেপ্তার, ছিনতাইকারী দলের মূলহোতাকে গ্রেপ্তার, অগ্নিদগ্ধ করে একটি পরিবারকে হত্যা করার অপচেষ্ঠায় লিপ্ত থাকা ব্যক্তিদের চিহ্নিত ও গ্রেপ্তার করার জন্য থানা পুলিশকে অভিনন্দন জানান বক্তারা। এসময় উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজ ছাত্রী ও নওধার পাড়া গ্রামের আহমদ আলী ওরফে সাবাল শাহর কন্যা তাসলিমা বেগম অভিযোগ করেন, প্রতি সপ্তাহে তার সৎ ভাই জনৈক সুহেল আহমদের নেতৃত্বে তাদের বাড়িতে অসামাজিক কার্যকলাপ পরিচালনা করছেন। এতে বাঁধা দেওয়ায় তারা কলেজ ছাত্রীকে মারধর করেছে।
অনুষ্ঠানে উপজেলার রাজনগর গ্রামের বাসিন্দা প্রবাসী জিতু মিয়া অভিযোগ করেন, তিনি প্রবাসে থাকাকালে তার বড় ভাই (আনোয়ার মিয়া) প্রবাসীর স্ত্রীকে মারধর করে প্রায় ৮/৯ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এখন দেশে এসে প্রবাসী তার স্ত্রী-সন্তানের কোন সন্ধান পাচ্ছেন না। বড় ভাইয়ের স্ত্রীকে ডাকাত হিসেবে অবহিত করেছেন ও বড় ভাই (আনোয়ার)’কে মামলাবাজ আখ্যায়িত করেন বলেন ৩টি হত্যা করেও তার কিছু হয়নি। একই গ্রামের প্রতিবন্ধি লিয়াকত আলী অভিযোগ করে বলেন, গ্রামের সবাইকে শেষ করে সেই মামলাবাজ আনোয়ার এখন আমার পেছনে লেগেছে। সম্পূর্ণ অবৈধভাবে আমার বাড়ির রাস্তা দখল করার চেষ্ঠায় লিপ্ত রয়েছে। তিনি প্রশাসনের কাছে ন্যায় বিচার প্রার্থনা করেছেন।
বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএমের সভাপতিত্বে ও পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ দুলাল আকন্দের পরিচালনায় বক্তব্য রাখেন বিশ্বনাথ সরকারি কলেজের অধ্যক্ষ সিরাজুল হক, দৌলতপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক আমির আলী, রামপাশা ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, ইউপি মেম্বার জামাল আহমদ, উপজেলা বিএনপির সহ সভাপতি সারোয়ার হোসেন চেরাগ, হলি চাউল্ড স্কুলের পরিচালক আতিকুর রহমান আতিক, সাংবাদিক আশিক আলী, দোহাল গ্রামের পীর সিরাজুল ইসলাম, রামচন্দ্রপুর গ্রামের আবদুল হামিদ, আনোয়ার হোসেন সৈকত, গোলচন্দ বাজার সিএনজি চালক সমিতির সাধারণ সম্পাদক আমির হোসেন ছমির।
অনুষ্ঠানে ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জবেদুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান মিজান, সাবেক সহ প্রচার সম্পাদক বশির আহমদ, উপজেলা আ.লীগ নেতা বছারত আলী বাছা, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সিতার মিয়া, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সদস্য অসিত রঞ্জন দেব, নূর উদ্দিন, মো. আবুল কাশেম, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মশিউর রহমান, সদস্য আব্বাস হোসেন ইমরান, পাবেল সামাদ, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, রোহেল উদ্দিন, কামাল মুন্না, নবীন সোহেল, আবদুস সালাম, স্থানীয় মুরব্বী ইর্শাদ আলী, উপজেলা যুবলীগ নেতা সুহেল তালুকদার, রুহেল খান, স্থানীয় সংগঠক আয়াজ আলী, আব্দুল হক, সংগঠক ফজল খান প্রমুখ’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

October 2018
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সর্বশেষ খবর

………………………..