সিলেট ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক :: সিলেটের দক্ষিণ সুরমায় কদমতলী দরিয়াশাহ গেইটস্থ রুচি রেষ্টুরেন্টে রুটি বানানোকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ১০ থেকে ১২ জন আহত ও পুলিশের ফাঁকা গুলি টিয়ার সেল নিক্ষেপ ।
স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার দুপুর ১২টা দিকে পাঠানপাড়া খাঁন বাড়ির এক যুবক কদমতলী রুচি রেস্টুরেন্টে রুটি বানানোর অর্ডার দেয়। হোটেল বয় রুটি দিতে দেরি করায় এক পর্যায়ে সে হোটেল বয়ের সাথে জগড়া করে। পাশের ছিটে বসে থাকা কদমতলী একালার ফরহাদ নামের এক যুবক তাকে বাধা দিতে গেলে ঐ যুবক ফরহাদের সাথেও জগড়া করে চলে যায়।
কিছুক্ষণ পরে খাঁন বাড়ির কয়েক জন যুবক মিলিত হয়ে কদমতলী দরিয়াশাহ গেটের সামনে এসে কদমতলী এলাকার যুবকদের ডাকাডাকি শুরু করে এবং এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের ১০ থেকে ১২ জন আহত হন। খবর পেয়ে দক্ষিন সুরমা থানা ও ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং ফাকা গুলি ছুঁড়ে। ঘটনার পর থেকে সিলেট জকিগঞ্জ রোড প্রায় আধঘন্টা গাড়ি চলাচল বন্ধ থাকে এবং তীব্র জানজটের সৃষ্টি হয়।
এ বিষয়ে ফাঁড়ি পুলিশের অফিসার্স ইনচার্জ বেনু জানান, খাঁন বাড়ি ও কদমতলী এলাকার সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং ফাঁকা গুলি ছোঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনি। এলাকার মুরব্বিয়ানরা এ ঘটনার আপোষ মিমাংশার জন্য চেষ্টা করছে বলেও তিনি জানান। এ রির্পোট লেখা পর্যন্ত কদমতলী এলাকা বাসীর মধ্যে থমথমে অবস্থা বিরাজ করছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd