পাকিস্তানকে ১৭-০ গোলে বিধ্বস্ত করল বাংলাদেশ

প্রকাশিত: ১১:০৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০১৮

পাকিস্তানকে ১৭-০ গোলে বিধ্বস্ত করল বাংলাদেশ

Manual4 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : মাত্র দেড় মাস আগে ভুটানের থিম্পুতে অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের জালে ১৪ বার বল জড়িয়ে গোল উৎসব করেছিল বাংলাদেশের কিশোরী মেয়েরা। এবার ভুটানের সেই একই মাঠে সেই একই প্রতিপক্ষ পাকিস্তানের জালে ১৭ বার বল জড়াল বাংলাদেশের অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল দল। সাফ অনূর্ধ্ব-১৮ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে পাকিস্তানকে ১৭-০ গোলে বিধ্বস্ত করেছে বাংলাদেশের মেয়েরা।

২৮ সেপ্টেম্বর থেকে ভুটানের থিম্পুতে শুরু হয়েছে সাফ অনূর্ধ্ব-১৮ নারী চ্যাম্পিয়নশিপ। সাফ অঞ্চলে অনূর্ধ্ব-১৮ নারী চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছে প্রথমবারের মতো। অংশ নিচ্ছে মোট ৬টি দল। বাংলাদেশের গ্রুপে পাকিস্তান ছাড়াও রয়েছে নেপাল। থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচ পাকিস্তানের বিপক্ষে খেলতে নামে বাংলাদেশের মেয়েরা।

বাংলাদেশের হয়ে সিরাত জাহান স্বপ্না একাই করেন ডাবল হ্যাটট্রিকসহ ৭ গোল। হ্যাটট্রিক করেছে মারজিয়াও। তিনি করেন ৪ গোল। ২ গোল করেছেন শিউলি আজিম। এছাড়া ১টি করে গোল করেন তহুরা খাতুন, কৃষ্ণা রাণী সরকার, অধিনায়ক মিসরাত জাহান মৌসুমি এবং আখি খাতুন।

Manual6 Ad Code

খেলার ৭ মিনিটে গোলের সূচনা করেন মারজিয়া। সেই থেকে শুরু। পাকিস্তান গোলরক্ষক তোবা ইদ্রিস শুধু বল কুড়িয়েই গেছেন। পাকিস্তান পারেনি একবারের জন্যও বাংলাদেশের অর্ধে গিয়ে আক্রমণ পরিচালনা করতে। ১০ মিনিটে দ্বিতীয় গোল করেন সিরাত জাহান স্বপ্না।

Manual5 Ad Code

১৩ মিনিটে মারজিয়া ব্যবধান বাড়ান ৩-০ তে। ২২ মিনিটে আবারও গোল মারজিয়ার, ৪-০। ৩০ মিনিটে ৫-০ ব্যবধান করেন সিরাত জাহান স্বপ্না।

Manual4 Ad Code

৩২ মিনিটে শিউলি আজিমের গোলে হলো ৬-০। ৩৭ মিনিটে অধিনায়ক মিসরাত জাহান মৌসুমি করেন ৭-০। ৪৪ মিনিটে ৮-০ করে ফেলেন সিরাত জাহান স্বপ্না।

৫৮ মিনিটে আখি খাতুন করেন ৯-০। ৬২ মিনিটে ১০ম গোল করেন সিরাত জাহান স্বপ্না। এরপর ৬৯ মিনিটে ১১-০ করেন শিউলি আজিম। ৭১ মিনিটে মারজিয়া করলেন আরেক গোল। হলো ১২-০। ৭৩ মিনিটে সিরাত জাহান স্বপ্নার আরেক গোল। এবার হলো ১৩-০।

Manual7 Ad Code

৭৪ মিনিটে হলো কৃষ্ণা রাণী সরকারের গোল, ১৪-০। ৭৬ মিনিটে সিরাত জাহান স্বপ্না করলেন ১৫তম গোল। ৮৭ মিনিটে গোল করলেন তহুরা খাতুন, ১৬-০। সর্বশেষ ৯০ মিনিটে ১৭তম গোল করেন সিরাত জাহান স্বপ্না।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2018
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

সর্বশেষ খবর

………………………..