সিলেট ১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০১৮
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাটে সীমান্ত পথে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করছে মাদক ও নানা ভারতীয় সামগ্রী। যার কারণে সরকারের লক্ষ লক্ষ টাকার রাজস্ব হারাচ্ছে। দেশের অভ্যন্তরে পুলিশের তৎপরতা লক্ষ্যনীয় হলেও সীমান্ত রক্ষীদের তৎপরতা ম্লান প্রায়। মাদক ছাড়া যে সমস্ত ভারতীয় সামগ্রী দেশের ভিতর প্রবেশ করছে তার মধ্যে জুতা, রেডিমেট ড্রেস, শাড়ী ও সিট কাপড়, জিরা মরিচ, কীটনাশক ইত্যাদি।
গোয়াইনঘাট উপজেলায় সিমান্ত এরিয়া দিয়ে প্রতিনিয়ত এসব মাদক ও অন্যান্য সামগ্রী দেশে প্রবেশ করলেও সিমান্ত রক্ষীদের তেমন একটা নজরদারী লক্ষ্য করা যাচ্ছে না। বিছনাকান্দি-সোনারহার্ট পর্যটনকেন্দ্র এরিয়া দিয়ে যে সব মাদক দেশে ঢুকছে এর মধ্যে ইয়াবা, ফেনসিডিল, গাজা এবং ভারতীয় মদ রয়েছে। পরবর্তীতে উপজেলার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। শুধু তাই নয় গোয়াইনঘাট থেকে দেশের অন্যান্য উপজেলাতেও এ মাদক ছড়িয়ে পড়ে।
সোনারহার্ট সীমান্ত দিয়ে বিজিবিকে কমিশন হারে চাঁদা ও থানা পুলিশকে মাসোয়ারা টাকা দিয়ে ভারত থেকে আসছে এসকল পণ্য সামগ্রী।
বিজিবির কোন অভিযানে বড় ধরনের মালামালের চালান আটকের কোন রেকর্ড নেই। এ ঘটনায় ধরে নেওয়া যায় সিমান্ত রক্ষীরা চোরাচালানীদের রুখতে ব্যর্থ কিংবা তাদের অস্বচ্ছতাই প্রমান করে। ভারত থেকে যে পরিমান মাদক ঢুকছে তার একটা বড় অংশ বিছনাকান্দি সিমান্ত দিয়েই প্রবেশ করছে।
গোয়াইনঘাট থানা পুলিশ মাঝে মধ্যে অভিযান চালায় এবং ধর পাকড় করে মাদক ব্যবসায়ীদের জেলে পাঠায় ঠিকই, কিন্তু আইনের ফাঁক ফোকর গুলিয়ে এরা বেরিয়ে এসে আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। এবিষয়ে সিমান্তরক্ষীদের আরও সতর্ক থাকা প্রয়োজন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd