সিলেট ২৫শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:২৮ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০১৮
স্টাফ রিপোর্টার :: সিলেট সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের পক্ষে প্রচারণায় নামায় দুই সরকারি সুবিধাভোগীকে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
তারা দুজন হলেন- সিলেটের সিভিল সার্জন ডা. হিমাংশু লাল রায় এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. মুর্শেদ আহমদ চৌধুরী। মঙ্গলবার তাদেরকে শোকজ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সিটি নিবাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান।
তিনি জানান, নির্বাচনের আচরণবিধি অনুসারে সরকারের সুবিধাভোগী বা কর্মকর্তা-কর্মচারি কেউ কোন প্রচারণায় অংশগ্রহণ করতে পারবেন না। কিন্তু তারা দুজন প্রচারণায় অংশ নিয়েছেন।
এ বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। ফলে তাদেরকে শোকজ করে তিনদিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd