কাউন্সিলর প্রার্থী সাব্বিরের সভায় হামলা, আহত ৫ : ওসি কোন খবর পান নি

প্রকাশিত: ১১:১৩ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০১৮

কাউন্সিলর প্রার্থী সাব্বিরের সভায় হামলা, আহত ৫ : ওসি কোন খবর পান নি

Manual3 Ad Code

ক্রাইম ডেস্ক :: সিলেট সিটি করপোরেশনের ১৬নং ওয়ার্ডের তাতিপাড়া এলাকায় কাউন্সিলর প্রার্থী সাব্বির আহমদ চৌধুরীর বাসার প্রাঙ্গণে এক সভায় হামলার ঘটনা ঘটেছে। হামলার কাউন্সিলর প্রার্থী সাব্বির আহমদ চৌধুরীর ভাইসহ ৫জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

Manual1 Ad Code

জানা যায়, কাউন্সিলর প্রার্থী সাব্বির আহমদ চৌধুরী চৌধুরী বিকালে তাতিপাড়ায় একটি বাসায় তিনি এলাকার কয়েকজনের সাথে বৈঠক করছিলেন। হঠাৎ সেখানে এসেই তাদের উপর হামলা করেন কাউন্সিলর জাবেদ, একরামূল আজিজসহ তার কর্মীরা। এসময় সাকিব, শিপলু, আনোয়ার, রাহেল, মজলু আহত হয়। হামলায় আহত হয়ে তারা বর্তমানে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন।

তবে এ ব্যাপারে সিলেট সিটি করপোরেশন নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার এবং ১৬, ১৭ ও ১৮নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে এক প্রার্থীর অভিযোগ পেয়ে পুলিশসহ আমি ১৬নং ওয়ার্ডের তাতিপাড়া এলাকায় যাই। সেখানে গিয়ে দেখি কাউন্সিলর প্রার্থী সাব্বিরের বাসার ভেতরে মহিলাদের নিয়ে একটি সভা চলছে। এই বাসার বাইরে কর্মীদের নিয়ে কাউন্সিলর প্রার্থী জাবেদ ও একরাম দাড়িয়ে ছিলেন। তখন এখানে দাড়িয়ে থাকার বিষয়ে তাদের কাছে জানতে চাইলে তারা জানান নামাজ শেষে প্রচারণার কাজ করছেন।

Manual2 Ad Code

তিনি বলেন- পরিস্থিতি উত্তেজিত হতে থাকলে তিনি সাব্বিরকে সভা শেষ করার নির্দেশ দেন এবং বাকি প্রার্থীদের সেখান থেকে সরে যাওয়ার নির্দেশ দেন। কিন্তু, দুপক্ষ নির্দেশ অমাণ্য করে কথাকাটাকাটিতে লিপ্ত হয়। উত্তেজনা বাড়তে থাকলে তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অবগত করেন এবং ম্যাজিস্ট্রেট সেখানে উপস্থিত হন।

Manual3 Ad Code

কোতোয়ালী থানার ওসি মোশাররফ হোসেন বলেন- মারামারির কোন ঘটনার খবর তিনি পান নি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..