সিলেটবাসীর গৌরব গোয়াইনঘাটের রাজশ্রী

প্রকাশিত: ১০:০৮ অপরাহ্ণ, জুলাই ৪, ২০১৮

সিলেটবাসীর গৌরব গোয়াইনঘাটের রাজশ্রী

Manual2 Ad Code

স্টাফ রিপোর্ট :: রাজশ্রী পুরকায়স্হ। বাবা বিজয় পুরকায়স্হ। সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার ৭নং নন্দিরগাও ইউনিয়নের বহর গ্রামে জন্মনেয়া সুযোগ্য ও মেধাবী সন্তান। শাবিপ্রবির এ মেধাবি মুখ ৩৭তম বিসিএস ক্যাডারে সারা দেশের মেধাবীদের দৌড়ে ১১তম এবং সিলেট বিভাগের মধ্যে প্রথম স্হান অর্জন করেছেন এবং পররাষ্ট্রমন্ত্রনালয় থেকে সুপারশিকৃত। অচিরেই গোয়াইনঘাটের অহংকার এই মেধাবী মুখ যুক্ত হবেন দেশের সেবায়। পররাষ্ট্র মন্ত্রনালয়ে তার অভিষিক্ত হওয়ায় শুধু দেশেই নয়,পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রেও এখন থেকে ছড়িয়ে পড়বে অবহেলিত জনপদ গোয়াইনঘাটের নাম।

Manual1 Ad Code

৩০ জুন গোয়াইনঘাট ষ্টুডেন্ট এসোসিয়েশন শাবিপ্রবির শিক্ষার্থীদের তরফে গোয়াইনঘাটে তাকে সংবর্ধিত করা হয়। সেখানে বক্তৃতায় তিনি তার বেড়ে ওঠার যে গল্প শুনালেন তা শুনে সবাই বিমুগ্ধ হন। অতিথিহ অনেকের চোখের কোনে চলে আসে আনন্দাশ্রু। শতত শ্রদ্ধা তোমার মেধা ও পৌড়তাকে। মেধা আর বিচক্ষতায় তুমি আর ও সফল হও। শ্রদ্ধা জানাই তোমার গর্বিত মা,বাবা,শিক্ষকদের। যাদের নিরেট পরশে আজ তোমার এ সফলতার গল্প রচিত হয়েছে। অশেষ দোয়া,শুভ কামনা রইলো আমাদের অহংকার রাজশ্রী’র তরে। রাজশ্রী, তুমি রাষ্ট্রের একজন উচ্চ পদস্হ কর্মকর্তা হিসেবে যুক্ত হয়ে এগিয়ে যাও সফলতার সর্বোচ্চ শিখরে। যেখানেই থাকো সেখান থেকে আমাদের এই সীমান্ত পিছিয়ে পড়া জনপদ গোয়াইনঘাটকে তুমি তোমার বুকের পাজরে সন্তানের ন্যায় আলগে রেখো।এদিকে বৃহত্তর জৈন্তিয়া কল্যাণ পরিষদ’র সভাপতি সিনিয়র সাংবাদিক গোলজার আহমদ হেলাল ও সাধারণ সম্পাদক মহি উদ্দিন জাকারায়া তাঁকে অভিনন্দন জানিয়েছেন।তারা রাজশ্রী’র ভবিষ্যত জীবনের সফলতা কামনা করেন।

Manual2 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..