সিলেট ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১লা রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:৫৭ অপরাহ্ণ, জুন ২৫, ২০১৮
সিলেট :: মৌলভীবাজারের কমলগঞ্জে বন্যার্তদের মধ্যে সিলেটের সাতটি সামাজিক সংগঠনের উদ্যোগে যৌথভাবে ত্রাণ বিতরণ করা হয়। গতকাল রোববার দিনব্যাপী বন্যার্তদের বাড়ি বাড়ি গিয়ে প্রায় ২’শ পরিবারের মাঝে তারা ত্রাণ পৌছে দেন।
সিলেটের সাতটি সংগঠন হলো, ফিমেল ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট, মরহুমা রাহেলা বেগম মানব কল্যান সংস্থা, রক্তাঙ্গন সিলেট, ব্লাড ডোনেশন বাংলাদেশ, বাতিনিকেতন হাটখলা জালালাবাদ, হিলফুল ফুজুল ইসলামী যুব সংঘ ও ইচ্ছা পূরণ সামাজিক সংগঠন, সিলেট।
সিলেটের স্বেচ্ছাসেবকরা কমলগঞ্জের পাশা ইউনিয়নের ইসলাম পুর, পতনউষা ইউনিয়নের কোনাপাড়া, বৃন্দাবন পুর, শর্ষাতলা, নন্দনপুর সহ আরো কয়েকটি গ্রামের বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন। প্রতিটি ব্যাগে ত্রাণ হিসেবে ছিল চাল, ডাল, আলু, তেল, আটা, পিয়াজ, শুকনো খাবার, স্যালাইন, বনরুটি ও কলা।
সংগঠনের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন আরাফাত মল্লিক রাখী, শাহ মিনহাজ আহমেদ, জাহিদুল ইসলাম, মো. কামরুল হাসান, মো. আবু বক্কর, রাসেল মিয়া, সুমন দাস, এইচ.এন ইমরান, খালেদ আহমেদ, জুয়েল আহমেদ জায়েদ, মো. ওলিউল হাসান, আহমেদ রিয়াজ শুভ, জুনাইদুল ইসলাম জুনেদ, মো. হুমায়ন রশীদ, সাঈদ আমিন মিলাদ, মো. মুছলেহ উদ্দিন, রেশমা জান্নাতুল রুমা প্রমুখ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd