সিলেট ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, জুন ৪, ২০১৮
নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর বন্দরবাজারে সুরমা পয়েন্টে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সাথে হকারদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, বন্দরবাজার এলাকায় ফুটপাত দখল করে বিভিন্ন পণ্য বিক্রি করছিল হকাররা। সোমবার বিকেলে সিটি করপোরেশনের কর্মচারীরা ফুটপাত দখল না করতে হকারদের মারধর করে। হকার্স সমিতির সভাপতি আব্দুর রকিবের উপর হামলা করায় পরে হকারদের একটি দল নগর ভবনে যায়। সেখানে হকারদের সাথে সিটি করপোরেশনের কর্মকর্তাদের বাগবিতণ্ডা হয়।
হকার্স লীগ নেতা আব্দুর রকিব অভিযোগ করেছেন, সিটি করপোরেশনের কর্মচারীরা তাকে মারধর করেছে।
এ ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা ধাওয়া দিয়ে হকারদের সুরমা পয়েন্টে নিয়ে আসে। এখানে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে সিটি মেয়র আরিফের নেতৃত্বে সিসিক কর্মকর্তা-কর্মচারীরা বন্দরবাজারে শোডাউন দেন।
ঘটনার সময় পুলিশের কোনো সদস্যকে দেখা যায়নি।
এ বিষয়ে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘সিসিকের কর্মচারীরা ফুটপাতে না বসতে হকারদের অনুরোধ জানিয়েছিল। কিন্তু আব্দুর রকিবের নেতৃত্বে হকাররা সংঘবদ্ধ হয়ে নগর ভবনে হামলা চালায়। পরে সিসিকের কর্মকর্তা-কর্মচারীরা মিলে তাদেরকে প্রতিহত করি আমরা।’
মেয়র আরো বলেন, ‘হকাররা নগরবাসীকে জিম্মি করে রেখেছে। তাদের কারণে মানুষ ফুটপাত দিয়ে স্বাচ্ছন্দ্যে হাঁটাচলা করতে পারছে না। এ অবস্থা তো চলতে পারে না। নগরবাসীর স্বার্থে আমরা যা করার তা করবো।’
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd