সিলেট ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:৩৬ পূর্বাহ্ণ, জুন ৩, ২০১৮
স্টাফ রিপোর্টার :: সিলেট সদর উপজেলার কান্দিরগাঁও ইউনিয়নের বাঘারপার গ্রামের দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও ৬ জন। গতকাল শনিবার তারাবির নামাজের সময় বাঘারপার গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম আব্দুল আহাদ ফকির (৩৫)।
এলাকাবাসী জনপ্রতিনিধির সূত্রে জানা গেছে,কান্দিরগাঁও ইউনিয়নের বাঘারপার গ্রামের জাফর আলী ও মকলিছ মিয়ার পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গতকাল শনিবার তারাবির নামাজের পর শালিস বৈঠকের আয়োজন করা হয়েছিল। বিরোধ নিষ্পত্তির লক্ষেই সেখানে জড়ো হয়েছিলেন উভয় পক্ষ। এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় যা পরবর্তীতে সংঘর্ষে রুপ নেয়।
সংঘর্ষে আহত হয়েছেন,বাসিত মিয়া,জুয়েল মিয়া,নুরুল মিয়া,বাকিদের বিস্তারিত পরিচয় জানা সম্ভব হয়নি।
জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম সাংবাদিকদের কাছে সংঘর্ষের ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, নিহত ব্যাক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করতে সক্ষম হয়েছে বলে জানান তিনি। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd