বিল্ডিং কোড অমান্য এবং সিসিকের অনুমতি ছাড়াই চলছে ভবন নির্মান

প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০১৮

বিল্ডিং কোড অমান্য এবং সিসিকের অনুমতি ছাড়াই চলছে ভবন নির্মান

ক্রাইম ডেস্ক : বিল্ডিং কোড অমান্য করে এবং সিটি কর্পোরেশনের অনুমতি না নিয়ে তারাপুরস্হ চা বাগানের সেবাইত সম্পত্তি দখল করে বহুতল ভবন নির্মান করা হচ্ছে।

উচ্চ আদালতে মামলা এখনো নিস্পত্বি হয়নি, তার পরও প্রশাসনের নাকের ডগায় স্হানীয় প্রভাবশালী কতিপয়ের যোগসাজস্যে অবধৈভাবে বহুতল বিল্ডিং নির্মান করেছেন করের পাড়া বসবাসকারী প্রবাসী বিমল চন্দ। যাহা সম্ম্পুর্ণ বিধি বহির্ভুত।

মোহনা ব্লক সি ১/৩বাসিন্দা করের পাড়া আমাদের অনুসন্ধানী টিম সরজমিনে গিয়ে সত্যতা খুজে পায়। প্রবাসির স্ত্রীর সাথে কথা বলতে চাইলে এ ব্যপারে কোন সদুত্তোর না দিয়ে তিনি এড়িয়ে যান। তিনি ৮নং ওয়ার্ডের কাউন্সিলর ইলিয়াছুর রহমানের পারমিশন মোতাবেক বিল্ডিং তুলেছেন বলে জানান।

স্হানীয় কাউন্সিলর এ ব্যাপারে কিছুই জানেন না বলে প্রতিনিধিককে জানান। সিসিকি মেয়ররের ছড়া সম্প্রসারন কর্মসুচিতে গার্ডওয়াল নির্মানে শ্রমিকদের বাধা দিচ্ছেন ঐ প্রবাসীর স্ত্রী। যার ফলে শ্রমিকদের অপদস্হ ও নাজেহাল করছেন তিনি! সিটি কর্পোরেশনের মেয়রের এবং স্হানীয় কাউন্সিলরের নির্দেশ মানছেন না প্রবাসির স্ত্রী। স্হানীয় প্রতিবেশীকে জিজ্ঞাসা করিলে কেউ এর উত্তর দিতে পারেন নি। তবে কোথায় এর খুটির জোর তা সংশ্লিষ্ট কর্তপক্ষকে দেখার অনুরুধ জানান সবাই।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..